হাফিজুর রহমান শিমুলঃ সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে নারী উন্নয়ন সংগঠন প্রেরণার আয়োজনে ফ্রি চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠিত হয়েছে। নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২২ উপলক্ষে রবিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় প্রেরণা কার্যালয়ের সামনে আনুষ্ঠানিক ভাবে ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কালিগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ মোহাম্মদ হালিমুর রহমান বাবু, নারী উন্নয়ন সংগঠন প্রেরণার নির্বাহী কমিটির সভাপতি ইলাদেবী মল্লিকের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু'র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেরণার নির্বাহী পরিচালক ও মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা গোস্বামী, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবান্ধিক অধ্যাঃ গাজী আজিজুর রহমান, দৈনিক প্রথম আলো সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ, ইউপি চেয়ারম্যান একেএম জাফরুল আলম বাবু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী ,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, সুশীলনের উপ পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু , নকশিকাঁথার নির্বাহী পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি, কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রবীর মুখার্জি, সাংবাদিক আশেক মেহেদী, সাতক্ষীরার ওসিসি আবু সিদ্দিকী, শ্যামনগর ওসিসি প্রণব বিশ্বাস, ডাঃ রাফিজা ইরিতেযা সুমি, প্রভার নির্বাহী পরিচালক শাম্মী আক্তার কুমকুম প্রমূখ। উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছুসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। নারী উন্নয়ন সংগঠন প্রেরণার উদ্যোগে দিনব্যাপী অভিজ্ঞ চিকিৎসকরা এলাকার হতদরিদ্র শতাধিক নারীকে ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা প্রদান করেন। বিকাল ৪ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদের মাঠে প্রেরণার উদ্যোগে নারীদের সমন্বয়ে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com