এ যুগের মধুসূদন
মোহাম্মদ শফিকুল ইসলাম
কাব্যে সাড়াজাগানো মহামানব তুমি
স্বদেশ চুমি হয়েছো বরেন্য
বদ্বীপের তরে,সাধারণ্যে
সকল মানুষের মনিকোঠায়
তোমার বিচরণ প্রত্যাশিতও বটে
তুমিতো ঐতিহ্যবাহী পরিবারের বরপুত্র
বাংলা তোমার,বাঙালি তোমার,তোমার বাংলাদেশ
ভাগীরথী হতে বুড়িগঙ্গা
তোমারই ইতিহাস
এ বঙ্গভান্ডারে যা কিছু নতুন
যা কিছু সৃষ্টি সুখের উল্লাসে অনাবিল প্রশান্তিভরা উচ্ছ্বাস
সবই তোমারই অবদান
তোমার মহাকাব্য
তোমার চতুর্দশপদী কবিতা
তোমার প্রহসন
অম্রিতাক্ষর ছন্দ
সবই নতুন প্রান,বাংলার আকাশে
তাইতো কবি নও তুমি,মহাকবি
তোমার প্রয়ানেও ক্ষয়ে যাওনি এতোটুকু,আজও তুমিই শুধু মহাকবি বাংলার
আর কতোকাল একা তুমি
না
এ যুগে আর একা নও বাংলায়
নতুনের আরেক কবি মহকবি রুপে
এসেছে কণ্টকাকীর্ণ বন্দুর পথ মাড়িয়ে
ইতিহাসের এ মহানায়ক
দিয়েছে বাংলা কে
সপ্তরাঙা নতুনের সব আবাহন
সমুদ্র বিজয়
গ্রনীজ বুকে লাল-সবুজের রেকর্ড
উড়ালসড়ক
বঙ্গবন্ধু টানেল
স্বপ্নের পদ্মা সেতু
মেট্রোরেল
ডিজিটাল বাংলাদেশ
মধুসূদনের মতো,নতুন কিছু যতো
অবিরত থেকে বাংলা কে
সুশোভিত করে মহাকবির আসনে অসীন
এ যুগের মধুসূদন
শেখ হাসিনা শেখ হাসিনা
কাব্যে মধু মহাকবি বাংলার
অসীম সাহসীকতায় উন্নয়নের রোল মডেল
বঙ্গবন্ধুুর সোনার বাংলা
অন্তপ্রাণ মহাকবি শেখ হাসিনার।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com