স্টাফ রিপোর্টার,মোঃ শামীম।
সাগরর কন্যা জেলা পটুয়াখালী বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে গেল চার পাচ দিন আগে থেকেই প্রচণ্ডরূপে কুয়াশা সহ মৃদুভাবে ঠান্ডা বাতাস। যা সাধারণ মানুষের জন্য হচ্ছে খুবই বিপদগ্রস্ত সময় । সাধারণ মানুষ কুয়াশার জন্য সকালবেলা কাজে যাইতে অনেক দেরী হচ্ছে। এজন্য তারা অনেক সময় দেরীতে গেলে নিম্ম কাজ করতে হচ্ছে নানা ধরনের সমস্যা।
নিম্ম আয়ের লোকজন কুয়াশার জন্য সঠিক সময়ে কাজ করতে না পারায় মাঝে মধ্যেই কাজ না করেই বাড়িতে ফিরতে হয়। অনেক সময় না খেয়েই কাটাতে হয় দিন। কুয়াশার জন্য প্রতি নিয়তি ঘটছে নানা দুর্ঘটনা
কুয়াশায় হেট লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। কুয়াশার জন্য সঠিকভাবে রাস্তায় গাড়ি চালানো যাচ্ছে না যারা অটো,লেগুনা,রিক্সা সহ মটরসাইকেল ও বাস।
কুয়াশা কাটাতে প্রায় ১০টা থেকে ১১টা বেজে যায়।
কিছুদিন পূর্বে থেকে কুয়াশার সাথে সাথে বইছে ঠান্ডা মৃদুু বাতাস এজন্য শতকরা আশিজন ব্যক্তির হচ্ছে ঠান্ডা জনিত জ্বার,কাশি,সহ নিউমোনিয়া,টাইফয়েড সহ নানা ধরনের রোগ বালাই।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com