মানুষের প্রথম বন্ধু কুকুর, তাকে নিয়ে হিমালয় কোলের দেশে পালিত হয় ‘কুকুর তিহার! তিহার (Tihar) বা তেউহার এর বাংলা অর্থ দাঁড়ায় উৎসব। নেপালে দীপাবলি (Diwali) উৎসবের আবহে পালিত হয় কুকুর তিহার(Kukur Tihar) এসময় দেশটির জনগণ পুলিশ ও সেনাবাহিনীর জন্য থাকে বিশেষ ছুটি, চলে সারমেয় উৎসব। এ উৎসব ইতিমধ্যেই নজর কেড়েছে গোটা বিশ্বের, যা এক সময় কিছু উপজাতির মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে যাঁরা পোষ্য ভালোবাসেন, তাঁরাও ধুমধামের সঙ্গে পালন করছেন তিহার। অংশ নেন বিদেশী পর্যটকরাও। তিহারের সময় চতুষ্পদীর কপালে ফোটা দিয়ে গলায় গাঁদা ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজানো হয়। শুধু তাই নয়, দেওয়া হয় তাদের পছন্দের খাবার মাংস, ডিম, দুধ এবং স্পেশাল ডগ ফুড। এছাড়াও সিঁদুর মাখানো দই ভাত তো রয়েছেই।
যে কারনে এই উৎসব…
• কুকুর অত্যন্ত অনুগত এবং সহায়ক সঙ্গী
• কুকুর পরিবারের রক্ষক এবং বাড়ির পাহারাওলা
• মানব সম্প্রদায়কে সেবার জন্য তাদের প্রশংসীত ও সম্মানিত করা হয়
• এ দিবসে কুকুরের সাথে মানুষের সুপ্রাচীন বন্ধন উদযাপন করা হয়।
• উৎসবে লোকজন চতুষ্পদীদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করে।
প্রতি বৎসর কার্তিক মাসের কৃষ্ণতিথি পরবর্তি পাঁচদিন ব্যাপি পালিত হয় তিহার। প্রথম দিন কাগ তিহার বা কাক তিহার, দ্বিতীয় দিন আলোচ্য কুকুর তিহার, তৃতীয় দিন গাই (গরু) তিহার, চতুর্থ দিন গোবর্ধন(ষাঁড়) তিহার এবং পঞ্চম দিনে ভাইদুজ বা ভাইফোটা… এসময় পথের কুকুর, বাড়ির কুকুরদের সবাইকে খাওয়ানোই রীতি।
The Himalayan Times রিপোর্ট মোতাবেক, নেপালি আর্মি ও পুলিশের পক্ষ থেকে তাদের কুকুর বাহিনীর বিশেষ কুচকাওয়াজ হয়। রীতি মেনে কুকুর বাহিনীর তরফে দেওয়া হয় বিশেষ সম্মান। চলতি বছর Kushal নামের এক সারমেয়’কে ১০ বছর বয়সি বালিকা খুনের আসামী গ্রেফতারে ভূমিকা রাখায় The best kukur of the year পুরস্কার দেয়া হয়েছে…
*** ভিডিও ও ছবি; নেপাল পুলিশের কুকুর উদযাপন
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com