প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৩, ১০:২০ এ.এম
কুয়াশা ঢাকা ঝিকরগাছা
এ,এস,এম, জাফর ইকবাল (যশোর) ঝিকরগাছা প্রতিনিধিঃ কুয়াশা কমেছে, সুখবর দিল আবহাওয়া অফিস
কয়েকদিন ধরে দিনভর কুয়াশায় ঢাকা দেশের আকাশ। হিম হাওয়ার কবলে যশোরসহ সারা দেশ। দেখা পাওয়া যাচ্ছে না সূর্যের। হাড়কাঁপানো শীতে কাবু হয়ে পড়েছে সবাই। দেশের সর্বত্রই কুয়াশার রাজত্ব।
গত কয়েকদিন ধরে দেশ ঘন কুয়াশায় ঢাকা ছিল। আজ সেই তীব্রতা কমেছে, বেড়েছে দৃষ্টিসীমা। সকাল ৮টার সময় ঝিকরগাছা থেকে তোলা ছবিতে
প্রকৃতির নিয়মে বছর ঘুরে আসা শীত এভাবেই বদলে দিয়েছে চিরচেনা দেশের চিত্র। বদলে দিয়েছে নাগরিক জীবনের প্রেক্ষাপট। বদলে দিয়েছে বৈচিত্র্যময় প্রাণ-প্রকৃতিও।
শনিবার (১৪ জানুয়ারি) সকালেও কুয়াশায় মোড়া দেশের আকাশ। তবে গত কয়েকদিনের তুলনায় এদিন কুয়াশার দাপট কিছুটা কম। যদিও শীতের তীব্রতা কমেনি একটুও। হিম বাতাসে সবার অবস্থাই জবুথবু।
এদিকে, যশোরসহ দেশের মানুষ সবাই শীত নিবারণের জন্য একাধিক গরম কাপড় মুড়িয়ে কর্মস্থলের উদ্দেশে ঘরের বাইরে বের হয়েছেন। শনিবার সাপ্তাহের প্রথম দিবস হওয়ায় ঝিকরগাছায় সড়কগুলোতে সকালেই মানুষের উপস্থিতি ছিল বেশি। বাইরে বেরিয়ে প্রত্যেকেই ভুগছেন শীতের তীব্রতায়
শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। জেলাগুলোতে শীত আর কুয়াশার দাপটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শহরের ভাসমান মানুষের মধ্যে যারা রাস্তা বা উন্মুক্ত স্থানে থাকেন, তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠেছে। কোথাও কোথাও আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চলছে ।
যশোরের চিত্র ঃ
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com