স্টাফ রিপোর্টার মোঃ শামীম।
চর কাজল ইউনিয়নের চর শিবাতে গতকাল কলই শাক তুলতে গিয়ে ৯ বছরের এক কিশোরী নিখোঁজ হয়েছে। কলই খেতে জোর জবরদস্তির ছাপ পরে আছে। অনেক জায়গা জুড়ে কলই ভেঙে আছে।
পাশের তরমুজ খেতে থাকা এক চাষীকে সন্দেহ বশত আটক করে চর শিবা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। সেখান থেকে সন্দেহ ভাজন ব্যক্তি পালিয়ে যাওয়ার অভিযোগ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের।
এই ঘটনায় ভির জমিয়েছে ওই এলাকার বাসিন্দারা।
তারা দাবি জানিয়েছেন পুলিশ ফারি থেকে কি করে পালিয়ে যেতে পারে? কেনো এখনও কোন খুজে পাওয়া গেলো না? আমরা যে কোন উপায়ে মেয়ের সন্ধান চাই বলে দাবি যানায় এলাকা বাসী। এখন পযর্ন্ত খোঁজ মেলেনি ঐ কিশোরীর। চলমান রয়েছে খোঁজখবর নেওয়া।
________________________
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com