এম হাফিজুর রহমান শিমুলঃ অত্যন্ত আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শরীফ প্রেসক্লাবের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। (১৫ জানুয়ারি) রবিবার বিকালে নলতা হাসপাতালের ৩য় তলায় রেডিও নলতা ৯৯.২ এফ এম এর সভা কক্ষে নলতা শরীফ প্রেসক্লাবের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা। নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান (মহসিন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী এবং কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান। অত্র সংগঠনের সিনিয়র সদস্য শেখ আলমগীর কবীর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, নলতা শরীফ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও নলতা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডাঃ আবুল ফজল মাহমুদ বাপী, উপদেষ্টা ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ এনামুল হক খোকন, উপদেষ্টা ও নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, উপদেষ্টা ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কার্যনির্বাহী সদস্য আলহাজ্জ আবুল ফজল শিক্ষক, প্রফেসর ডাঃ রুহুল হক পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পরিচালক বদিউজ্জামান (মিলটন), কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম-সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল।
নলতা শরীফ প্রেসক্লাবের ১৩ প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান (মহসিন)। শুভেচ্ছা বক্তব্য রাখেন নলতা শরীফ প্রেসক্লাবের সহ- সভাপতি, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহারীয়ার। অনুষ্ঠানে নলতা শরীফ প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি, সম্মানিত অতিথি সহ ৫ জনকে সম্মাননা স্মারক, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন কে, সমাজসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করায় নলতা ইউপি চেয়ারম্যান, নলতা শরীফ প্রেসক্লাবের ৫ জন উপদেষ্টা, নলতা শরীফ প্রেসক্লাবের পৃষ্ঠপোষক (আমেরিকা প্রবাসী) মোঃ আব্দুল হান্নান বাবলু ও শায়লা আফরোজ শিলা এবং পৃষ্ঠপোষক বদিউজ্জামান, কালিগঞ্জ প্রেসক্লাবের ৩ জন কর্মকর্তা, সংগঠনের সহ- সভাপতি সেলিম শাহারীয়ার ইয়ূথ এ্যাওয়ার্ড পাওয়ায়, সাধারণ সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন আরজেএফ জাতীয় কমিটির সদস্য হওয়ায়, সদস্য রবিউল ইসলাম উপ- সহকারী কৃষি কর্মকর্তা ও সংগঠনের যুগ্ম-সম্পাদক দেবহাটা প্রেসক্লাবের সভাপতি হওয়ায়, দপ্তর ও প্রচার সম্পাদক তরিকুল ইসলাম লাভলু কলকাতা টিভির বাংলাদেশ প্রতিনিধি হওয়ায় বিশেষ সম্মাননা প্রদান, কোষাধ্যক্ষ গাজী জাহাঙ্গীর কবীর, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান পাড়, নির্বাহী সদস্য এম এ মামুন ও কে এম রেজাউল করীম এবং সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাবেক কর্মকর্তা ও দৈনিক দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলামকে বিশেষ শুভেচ্ছা স্মারক, সদস্য মাহাবুর রহমান, শেখ আলমগীর কবীর, জি এম মনির আহ্ছান কে শুভেচ্ছা স্মারক তথা বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় মোট ৩২ জন ব্যক্তিকে নলতা শরীফ প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। নলতা শরীফ প্রেসক্লাবের পক্ষ থেকে আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, অনুষ্ঠানের মিডিয়া পার্টনার রেডিও নলতা ৯৯.২ এফ এম এর কর্মকর্তা ও সদস্যবৃন্দ তথা সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য রবিউল ইসলাম। গীতা পাঠ করেন রেডিও নলতার প্রতিমা ব্যাণার্জী। এছাড়া অনুষ্ঠানের প্রথম পর্যায়ে আগত সকল অতিথিকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচছা প্রদান এবং সবশেষে কেক কেটে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com