হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে হযরত বুলাহ সৈয়দ (রহঃ) পীরের মাজারে তিন দিনব্যাপী বার্ষিক ওরছ শরীফ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারী) সকালে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামে দরবারে ফতেহা শরীফ, মিলাদ- কিয়াম ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ওরছ শরীফের কার্যক্রম শেষ হয়। হযরত বুলাহ সৈয়দ (রহঃ) পাঞ্জেগানা মসজিদের ইমাম আব্দুল ওহাবের সভাপতিত্বে আখেরি মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাঈদ রংপুরী।মোনাজাতে উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মু্ক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান, মাজার শরীফ কমিটির সভাপতি রেজাউল করিম সহ কমিটির নেতৃবৃন্দ, পীর ভক্ত ও আশেকগন। এর আগে রবিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে তিন দিনব্যাপী ওরছ শরীফের প্রথম ও দ্বিতীয় দিন বাদ মাগরিক থেকে ওরছ মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বিশিষ্ট আলেম ওলামায়ে কেরামগন। প্রতি বছর বাংলা মাসের ১ লা, ২ রা ও ৩ রা মাঘ পীরের স্মরণে দরবারে কোরআন খতম, ওয়াজ মাহফিল, দোয়া-দরুদ, জিকির- আসকার, মিলাদ- কিয়াম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com