সাগর মীর, ইতালী প্রতিনিধি ঃ- ইতালীর মোষ্টওয়ান্টেড মাফিয়া বস মাত্তেও মেশিনা ডেনারো,কে ৩০ বছর পর ইতালীর, সিসিলি দিপের পালেরমোর একটি বেসরকারি ক্লিনিক থেকে গত কাল সকাল দশ টার আগে আটক করা হয়।যেখানে নিতি ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন ক্লিনিকের বাহিরে একটি ক্যাফেতে যাচ্ছিলেন তখন একজন পুলিশ তার নাম জিজ্ঞেস করছিলেন।তিনি মিথ্যা বলেন নি মুখ তুলে বললেন আপনি জানেন আমি কে? আমিও মাত্তেও মেসিনা ডেনারো। সেই মুহুর্তে সশস্ত্রবাহিনি নিশ্চিত ছিলনা যে আসলেই তিনি মাফিয়ার বস যাকে তিন দশক ধরে পুলিশ খুঁজছে । বিগত ত্রিশ বছরের তদন্ত রিপোর্ট নথিপত্র গেটে এবং কম্পিউটারের ছবি ইত্যাদি গবেষনার পর ইতালীর পুলিশ,ক্যারাবিনিয়ারি,মেলিটারি নিশ্চিত হয়েছেন তিনি সেই মাফিয়া বস মাত্তেও মেসিনা ডেনারো ।তাকে কুখ্যাত মাফিয়া বস বলে অভিযোগ করা হয়।২০০২ সালে অসংখ্য খুনের দায়ে তাকে সে দেশের আদালত তার অনুপস্থিতে কারাগারে,যাবত জীবন কারাদন্ড দিয়েছিলেন ।যদিও মেসিনা ১৯৯৩ সাল থেকে পলাতক ছিলেন তবুও তিনি গোপন অবস্থায় তার দলের বাকি সদস্যদের সাথে যোগাযোগ রাখতেন বলে ধারনা করা হয়।কয়েক দশক ধরে ইতালীর তদন্তকারী দল প্রায়ই মেসিনার নিকটতম ব্যাক্তিদের পর্যবেক্ষন করে ২০১৩ সালে তার দলের অন্যান্য সদস্যদের গ্রেফতার করে। যানা যায় কুখ্যাত মাফিয়া মাত্তেও মেসিনা গত তিন দশক অনেক জায়গায় লুকিয়ে কাটিয়েছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com