প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৩:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৩, ১২:১৪ পি.এম
ঝিকরগাছায় ৬টি ইউনিয়নের আংশিক কমিটি দিল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি
এ,এস,এম, জাফর ইকবাল (যশোর) ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলায় ৬টি ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগের আংশিক কমিটি দিল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। সোমবার (২৩ জানুয়ারী) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজদ। উপজেলার গঙ্গানন্দপুর, মাগুরা, পানিসারা, ঝিকরগাছা (সদর), নাভারণ ও বাঁকড়া ইউনিয়ন। স্বেচ্ছাসেবক লীগের গঙ্গানন্দপুর ইউনিয়নে ১২ সদস্যের আংশিক কমিটির সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মাগুরা ইউনিয়নে ১২ সদস্যের আংশিক কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান লিটু, সাধারণ সম্পাদক হাশেম আলী, পানিসারা ইউনিয়নে ১২ সদস্যের আংশিক কমিটির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাসানুর রহমান, ঝিকরগাছা (সদর) ইউনিয়নে ১৪ সদস্যের আংশিক কমিটির সভাপতি তবিবর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নাভারণ ইউনিয়নে ১৭ সদস্যের আংশিক কমিটির সভাপতি ফারুক শিকদার রবি, সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম ও বাঁকড়া ইউনিয়নে ১১ সদস্যের আংশিক কমিটির সভাপতি নুরুজ্জামান আকাশ ও সাধারণ সম্পাদক জুয়েল রানা। উল্লেখিত আংশিক কমিটির নেতৃবৃন্দ আগামী ৩১ মার্চের ভেতরে পূর্ণাঙ্গ কমিটি করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন কমিটি দেওয়ার বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ জানান, কমিটি গঠনের আগে আমরা প্রতিটি ইউনিয়নে কর্মীসভা করেছি। এর আগে ৫টি ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছিল। বাকি ৬ ইউনিয়নে কমিটি গঠনের মাধ্যমে উপজেলার ১১টি ইউনিয়নে কমিটি গঠন করা সম্পন্ন হল। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এসব ইউনিয়নে ১৩ বছর পরে আবারও নতুন করে কমিটি দেওয়া হল।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com