বিশেষ প্রতিনিধিঃ কালিগঞ্জের সেই বহুল বিতর্কিত, বহু অপকর্মের হোতা রঘুনাথ খাঁ অবশেষে পুলিশের খাঁচায়। মাতা ঝর্ণারানী খাঁ, ভগ্নিপতি নেপাল গায়েন, অধ্যাপক শনত কুমার গায়েন ও প্রতিবেশি সন্তোষসহ অসংখ্য ভুক্তভোগী মানুষ পুলিশের প্রসংশা ও কৃতজ্ঞতা জানিয়ে সন্তোস প্রকাশ করেছেন বলে জানাগেছে। কখনও ডাক্তার, কখনও আইনজীবি, কখনও সাংবাদিক আবার কখনও ভূমিহীন নেতা পরিচয়দানকারী বহুরূপি রঘুনাথ খাঁ আটকের বিষয়ে অনুসন্ধানে জানাগেছে যে, ২৩/ ০১/২০২৩ তারিখ সন্ধা অনুমান বিকাল ৫ টা ৪৫ মিনিটে জেলার দেবহাটা থানাধীন খলিসাখালী গ্রামস্থ সাপমারা নামক খালের ব্রীজের উপর কতিপয় দুস্কৃতকারী ব্যক্তিগণ বড় ধরনের অর্ন্তঘাত মূলক কার্যক্রম ঘটানোর জন্য উক্ত ব্রীজের উপর গাছের গুড়ি দিয়ে চলাচলের প্রতিবন্ধকতা সৃ্ষ্টি করিয়া অবস্থান করিতেছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর দেবহাটা থানা পুলিশ তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুস্কৃতিকারীগণ কয়েকটি বোমা সাদৃশ্য ককটেলের বিস্ফোরন ঘটাইয়া ঘটনাস্থল হইতে পালানোর চেষ্টাকালে আসামী ১. রঘুনাথ খাঁ (৫৭), পিতা-মৃত মদন মহন খাঁ, স্থায়ী: গ্রাম- বিষ্ণুপুর, উপজেলা/থানা- কালিগঞ্জ, জেলা -সাতক্ষীরা, (এপি/সাং-মোঃ ফারুক হোসেন, পিতা-মৃত মোতাক্কাবির, সাং- কাটিয়া (আনন্দপাড়া) থানা- সাতক্ষীরা সদর এর বাড়ীর ভাড়াটিয়া), ২.মোঃ রেজাউল করিম (৬৩), পিতা-মৃত ফজর আলী গাজী , স্থায়ী: গ্রাম- ঢেপুখালী, উপজেলা/থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরা, ৩. মোঃ লুৎফর রহমান (৪৫), পিতা- মোঃ নওশের হাওলাদার, স্থায়ী: গ্রাম- চালতেতলা, উপজেলা /থানা- দেবহাটা, জেলা - সাতক্ষীরাদেরকে গ্রেফতার করা হয় কিন্তু অন্যান্য আসামীগণ ঘটনাস্থল থেকে পালাইয়া যায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে ০৫টি বোমা সাদৃশ্য ককটেল সহ বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, কাঠের গুড়ি, লাঠিসহ বিভিন্ন আলামত উদ্ধার পুর্বক জব্দ করেন। বর্নিত বিষয়ে ০৩ জন ধৃত ১৫ জন পলাতক এবং ২০/২৫ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে দেবহাটা থানার মামলা নং-০৮, তাং- ২৩/০১/২০২৩ ইং, ধারা-১৯৭৪ সালের দি স্পেশাল পাওয়ার এ্যাক্ট এর ১৫(৩)/২৫- ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলি আইনের ৩/৪/৬ রুজু করা হয়। এছাড়াও গ্রেফতারকৃত ১ নং আসামী রঘুনাথ খাঁ বেশ কিছুদিন যাবৎ জনৈক মৎস ঘেরের মালিক কাজী সুরুজ ওয়ারেশ, পিতা- কাজী গোলাম ওয়ারেশ, সাং- শিমুলিয়া, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরার নিকট মোটা অংকের টাকা চাঁদা দাবি করে আসিতেছিল এবং বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ইং- ২১/০১/২৩ তারিখ সন্ধ্যা অনুমান সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে আসামী ১। রঘুনাথ খাঁ, ২। মোঃ আনারুল ইসলাম, ৩।মোঃ সাইফুল ইসলাম, ৪। মোঃ রফিকুল ইসলামগন গাজীরহাট বাজারস্থ বাদীর অফিস কক্ষে গিয়ে ৫,০০,০০০/- টাকা চাঁদা দাবি করে এবং ০২ দিনের মধ্যে তাদের দাবিকৃত টাকা না দিলে ভুমি দস্যুদের দিয়ে বাদীর সকল মৎসঘের দখল করে নেবে মর্মে হুমকি প্রদান করেন। উক্ত বিষয়ে বাদী থানায় এজাহার দায়ের করলে আসামীদের বিরুদ্ধে দেবহাটা থানার মামলা নং-০৯, তাং- ২৪/০১/২০২৩ খ্রিঃ ধারা-৪৪৮/৩৮৫ পিসি রুজু হয়।ধৃত আসামী রঘুনাথ খাঁর বিরুদ্ধে ইতোপূর্বে বিভিন্ন থানায় চাঁদাবাজী, দ্রুত বিচার আইন, প্রতারনা মামলা যাহা ১। সাতক্ষীরা সদর থানার, এফ আইআর নং-৪৮/২০২, তারিখ- ১৫ মার্চ, ২০২০; ধারা- ৩৮৫ পেনাল কোড-১৮৬০; ২। কালিগঞ্জ থানার , জি আর নং-১৩৯/০৭, তারিখ- ২০ মে, ২০০৭; ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড-১৮৬০;। আসামী ২০০৭ সালে মে মাসে তালা উপজেলার নির্বাহী কর্মকর্তার এর গাড়ি চালক ইমান আলীর নিকট চাঁদা আদায় কালে যৌথবাহিনী কর্তৃক ধৃত হয়। ৩। সাতক্ষীরা সদর থানার, এফ আই আর নং-২৬, তারিখ- ১৪ মে, ২০০৭; জি আর নং- ২৯১/০৭, তারিখ- ১৫ মে, ২০০৭; ধারা- ৪ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংশোধনী ২০০৯; এই মামলায় আসামী ০৪ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত হয়। ৪। কালিগঞ্জ থানার মামলা নং-২৭/১৫০, তাং-২৪/০৫/ ২০০৭, ধারা-৩২৩/৩৪২/ ৩৮০/ ৩০৭ পিসি, ৫। মামলা নং-২৪/ ১৪৭, তাং-২২/০৫/ ২০০৭ ইং, ধারা-৪২০/৪০৬ পিসি সহ বিজ্ঞ আদালতে একাধিক মামলা রহিয়াছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com