হাফিজুর রহমান শিমুলঃ কথা রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, শান্তিপুর্ন ও অবাধ সুষ্ঠ নির্বাচন উপহার দিলেন কালিগঞ্জ বাসীকে। নির্বাচন পুর্ব একাধীক সভায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন জীবন বাজী রেখে সুষ্ঠ নির্বাচন উপহার দিবো। তিনি প্রতিশ্রুতি মোতাবেক কথা রেখেছেন। কালিগঞ্জে সুষ্ঠ ও শান্তিপুর্ন পরিবেশে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (২৪ মার্চ) সকাল ৮ টা থেকে ৭৮ টি কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়ে বিরামহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে। কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নের ১ শ ৮ টি ওয়ার্ডের মোট ২ লক্ষ ১৭ হাজার ৭শ ৬ ভোট( ১ লক্ষ ৯ হাজার ৯শ ১৫ ভোট পুরুষ ও ১ লক্ষ ৭ হাজার ৭শ ৯১ ভোট মহিলা) এর মধ্যে মোট ১ লক্ষ ৩৪ হাজার ৩০ ভোট কাউন্ট হয়েছে। কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সুত্রে এ তথ্য জানা গেছে।
এ নির্বাচনে বে-সরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতিকে ৫৪ হাজার ৬শ ৬৯ ভোট পেয়ে সাইদ মেহেদী। তার নিকট তম প্রতিদ্বন্দী ছিলেন আনারস প্রতিকে ৩৪ হাজার ২ ভোট পেয়েছেন শেখ মেহেদী হাসান সুমন। অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তালা প্রতিকে
শেখ নাজমুল ইসলাম পেয়েছেন ৪১ হাজার ৬শ ৯৮ ভোট। তার নিকট তম প্রতিদ্বন্দী ছিলেন বই প্রতিকে শেখ ইকবাল আলম পেয়েছেন ২৫ হাজার ২শ ৩২ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বল প্রতিকে ৩৬ হাজার ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দিপালী রানী ঘোষ। তার নিকট তম প্রতিদ্বন্দী ছিলেন হাঁস প্রতিকে
ফারজানা শওকাত আফি। উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপুর্ন পরিবেণে সম্পন্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন এর নেতৃত্বে সার্বিক আইন শৃংখলা স্বাভাবিক রাখতে সহযোগীতা করেছেন কালিগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম জামি, থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমানসহ র্যাব, বিজিবি, আর্মড ব্যাটালিয়নও সঙ্গীয় ফোর্স।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com