রেজাউল ইসলাম, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদক, সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কে,এম লতীফ ইনস্টিটিউশনের প্রাঙ্গনে পিরোজপুর জেলা ও মঠবাড়িয়া থানা পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজী এম. পি।
অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া-ভান্ডারিয়ার) সার্কেল মোহাম্মদ ইব্রাহীম এর সঞ্চালনায় সমাবেশে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আখতারুজ্জামান, পিরোজপুর জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মাধবী রায়, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, মঠবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, পৌর প্রশাসক ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ বাচ্চু মিয়া আকন, মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেসক্লাব সভাপতি মজিবর রহমান, মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান, সাপলেজা ইউপি চেয়ারম্যান মো. মিরাজ মিয়া, হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল দাশ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পংকজ সাওজাল, তুষখালী বন্দর জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা আবু তাহের মেসবাহ, কে.এম লতীফ ইনস্টিটিউশনের শিক্ষার্থী মরিয়াম আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর মূলে রয়েছে মাদক। মঠবাড়িয়ায় জঙ্গী না থাকলেও সন্ত্রাসী কর্মকান্ডের মূলে রয়েছে মাদকাসক্তরা। দেশের উন্নয়নে যুব সমাজ অগ্রনী ভূমিকা পালন করে। আর সেই যুব সমাজ যদি মাদকাসক্ত হয় তাহলে দেশের উন্নয়ন মূখ থুবরে পরবে। মাদক নির্মূল করতে পারলে সমাজ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদও নির্মূল হবে। তাই মাদক নির্মূলে সকলকে এগিয়ে আসার আহবান জানান। বক্তব্যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন, প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে আইনের আাওতায় নিয়ে আসার জন্য পৌরশহর সহ উপজেলার বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপনের করা হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com