প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৪:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৩, ১২:৩৪ পি.এম
ভৈরবে বিনামূল্যে প্রতিবন্ধী ও প্যারালাইজড রোগীদের চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্ধোধন
মোঃ ছাবির উদ্দিন রাজু, বিশেষ প্রতিনিধিঃ ভৈরবে বিনামূল্যে প্রতিবন্ধী ও প্যারালাইজড রোগীদের চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্ধোধন করা হয়েছে । আজ বুধবার (২৫ জানুয়ারি) সকালে স্থানীয় সাঈদ -ইউসুফ মেমোরিয়াল হাসপাতালে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেণু ।
এ সময় সাথে ছিলেন হাসপাতালে ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিসহ চিকিৎসকরা । সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালে অর্ধশত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা দেয়া হয়েছে । হাসপাতালের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন জানান,সপ্তাহে প্রতি বুধবার ১ দিন এ হাসপাতালে গরীব,অসহায় , অনাথ অটিজম বা অটিজম স্পেক্টাম ডিজঅর্ডার, শারিরীক,মানসিক, দৃষ্টি, বাক,বুদ্ধি,শ্রবণ,শ্রবণ-দৃষ্টি প্রতিবন্ধী, বহু মাত্রিক প্রতিবন্ধীতা, ডাউন সিন্ড্রোম,সেরিব্রাল পালসি ও প্যারালাইজড রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে ।
উদ্বোধনকালে পৌরসভার মেয়র এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে এমন মহৎ কাজে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com