প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ২:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৩, ৮:১৭ এ.এম
ইতালীতে যথাযত মর্যাদায় সনাতন ধর্মীয় অন্যতম প্রধান উৎসব সরস্বতী পূজা উদযাপন
সাগর মীর,ইতালী প্রতিনিধি ॥ ইতালী ধর্ম নিরপেক্ষ একটি দেশ যে দেশে কারো ধর্ম নিয়ে সে দেশের জনগন বা সরকার কর্তৃক প্রশাশনের কোন মাথা ব্যাথা নেই । যার যার ধর্ম সেই সেই নির্ধিদায় পালন করতে পারেন ।হোক মুসলিম, হিন্দু,বৌদ্ধ ,সেই ধারাবাহিকতায় ইতালীতে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের বিদ্যার দেবি সরস্বতীর কাছে প্রকিত জ্ঞান শুভবুদ্ধি ও সুশিক্ষার প্রার্থনার মধ্যদিয়ে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। ইতালীর রাজধানী রোমে অস্থায়ী পৃথক দুটি মন্ডপে ইতালীতে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বীরা এ পূজা উদযাপন করেন।পূজার মন্ডপ দুটিতে প্রবাসীদের ইপস্থীত ছিল চোখে পড়ার মত ।এ পূজা অনুষ্ঠানে নানা ধরনের আচারনুষ্ঠানের আয়োজন করা হয় ।রোমের মোন্তানিওলাতে চন্দন দেবনাথ ও তাপস দাসের পরিচালনায় এ পূজা অনুষ্ঠানে সুশান্ত দে, সপ্না ,সেন্টু,কিষ্ণ ,রবিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ইতালী কমিউনিটির ব্যক্তিত্ব নারী নেতৃ সুমি তাহের ও ইতালীয় প্রশাশনের স্থানীয় ওয়ার্ডের কর্ম কর্তারা অংশগ্রহন করেন। ইতালীতে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীরা ইতালীর রোমে একটি মন্দির গড়ে তোলার প্রস্তাব যানান ইতালীয় প্রশাশন ও কর্ম কর্তাদের কাছে। এবং ইতালীয় কর্ম কর্তারা তাদের আশ্বস্থ করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com