সোমবার, ২৯ মে ২০২৩, ০৩:৩৩ অপরাহ্ন
ফ্রেঞ্চ লিগে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল পিএসজি। যদিও মঁপলিয়ের বিপক্ষে শুরুটা ছিল হতাশার। টানা দুইবার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পে। এর কিছুক্ষণ পর ইনজুরি নিয়ে ছাড়লেন মাঠও। যদিও দিন শেষে তার এই এলোমেলো পারফরম্যান্স প্রভাব রাখতে পারেনি ফলাফলে। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন লিওনেল মেসি।
বুধবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মঁপলিয়ের বিপক্ষে ম্যাচের আগে থেকেই ছিলেন না নেইমার, এরপর এমবাপ্পের এমন ছন্নছাড়া পারফরম্যান্সে স্বাভাবিকভাবে ভীষণ চাপ পড়ে লিওনেল মেসির ওপর। তারপরও প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে জিতেছে ফরাসি চ্যাম্পিয়নরা। তিনটি গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে।