প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৩, ১০:৫৬ পি.এম
বাহরাইনে এইচএসসি পরীক্ষায় বাংলাদেশ স্কুল এন্ড কলেজে শতভাগ পাশ
আশফাক আহমেদ বাহরাইন প্রতিনিধি:ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনেও এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা।বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে দেশটিতে অবস্থিত বাংলাদেশ স্কুল এন্ড কলেজ থেকে ১৪ জন শিক্ষার্থী অংশ করে এবারের এইচএসসি পরীক্ষায়, তাদের মধ্যে ৬ জন জিপিএ৫ সহ শতভাগ ছাত্র-ছাত্রী পাস করেছে। ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফলে উচ্ছ্বসিত স্কুল কর্তৃপক্ষ।ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার প্রত্যয় শিক্ষকদের। সন্তানদের সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবকরাও।বাংলাদেশের সাথে মিল রেখে একই সময়ে হয় পরীক্ষা, ফলাফলও প্রকাশ করা হয় একই দিনে।অধ্যক্ষ অরুণ জি বলেন, বাহরাইনে ২০১৫ সাল থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।বিদেশের মাটিতে স্কুলের ছাত্র-ছাত্রীদের এই সাফল্যের ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিক্ষীকা সাহিদা আক্তার বলেন, ‘স্কুলের একঝাঁক অভিজ্ঞ শিক্ষক, সচেতন অভিভাবক মহল এবং সর্বোপরি শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফসল আজকের ফলাফল,এ যাবৎ কালে বাংলাদেশ স্কুল এন্ড কলেজ বাহরাইনের এইচএসসি পরীক্ষায় ৬জন জিপিএ৫ সহ শতভাগ ছাত্র-ছাত্রী পাস করেছে।দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম বাংলাদেশ স্কুলের ছাত্র-ছাত্রীরা শতভাগ পাস করায় দূতাবাসের পক্ষ থেকে অভিনন্দন জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com