মহান আল্লাহ তাআলা কিছু মানুষকে ধনী বানিয়েছেন, আবার কিছু মানুষকে দরিদ্র বানিয়েছেন । রিজিকের এই হ্রাস-বৃদ্ধি আল্লাহর পরীক্ষা। ধনীর জন্য আল্লাহর নির্দেশ পালন ও মানুষের অধিকার আদায়ের পরীক্ষা আর গরিবের জন্য ধৈর্যের পরীক্ষা।দুর্বল, অসহায় ও দরিদ্র মানুষকে হীনচোখে দেখা দুনিয়ার রীতি। ধন-সম্পদ, যশ-খ্যাতি ও ক্ষমতা-প্রতিপত্তিকেই সম্মান ও মর্যাদার চোখে দেখা হয়। তবে আল্লাহর কাছে এটি সম্মান-অসম্মানের মাপকাঠি নয়।তাই আমি কবির নেওয়াজ রাজ গরিবদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা অভাব-অনটনে দিনাতিপাত করেন, সমাজের অভিজাত শ্রেণির কাছে অবহেলিত ও উপেক্ষিত থাকেন, তাদের ধৈর্য ধারণ করা উচিত এবং অল্পে তুষ্ট হওয়া উচিত।তবেই নিজের কাছে ধনী-গরিব সমান মনে হবে।
কলমেঃ কবির নেওয়াজ রাজ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com