প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৫:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৩, ৫:৩৬ পি.এম
শৈলকুপায় ইবি শিক্ষিকার গাড়ির ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
মোতালেব বিশ্বাস, ইবি প্রতিনিধি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষিকার গাড়ির ধাক্কায় আহত হয়ে মৃত্যুবরণ করেছে পার্শ্ববর্তী এলাকার একটি স্কুলছাত্রী। স্থানীয়দের মতে গাড়িটি ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শিরিনা খাতুন বিথীর। ড্রাইভারের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত ঘটনায় মর্মাহত শিক্ষিকা।
নিহত উম্মে রুকাইয়া (১১) উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে ও শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। বৃহস্পতিবার বেলা ১২ টায় শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা স্বীকার করে শিরিনা খাতুন বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। ‘ড্রাইভার গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেনি। বিষয়টি আমাকে মর্মাহত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রুকাইয়া তার সহপাঠীর সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে একটি দ্রুতগামী প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় মারা যায়।
নিহত স্কুলছাত্রীর চাচা ফিরোজ বলেন, ‘স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতির গাড়ি আমার ভাজিতিকে ধাক্কা দেয়। পরে গাড়িটিকে গাড়াগঞ্জ বাজারে আটক করা হয়। কিছুক্ষণ কথা বলার পর তিনি গাড়ি নিয়ে দ্রুত চলে যান। আজ রুকাইয়াকে দাফন করা হয়েছে।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাটি সত্য। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com