তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা সিটি কলেজ ও ধানমণ্ডি আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নটরডেম কলেজের এক শিক্ষার্থীসহ মোট চারজন আহত হয়েছেন। এঘটনায় ১১ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়,রোববার বেলা ১২টার দিকে ধানমণ্ডি আইডিয়াল কলেজের ফটকের সামনে এই সংঘর্ষ বাঁধে। পুলিশ সংঘর্ষস্থল থেকে আইডিয়াল কলেজের নয়জন এবং সিটি কলেজের একজন শিক্ষার্থীকে ধরে থানায় নিয়ে যায়। তারা সবাই একাদশ শ্রেণীর শিক্ষার্থী।
এ বিষয়ে ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী বলেন, সংঘর্ষে নটরডেম কলেজের একজন শিক্ষার্থীসহ মোট চারজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে যার যার বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com