এই মুহুর্তে কলকাতা যখন বই পোকাদের ভিড়ে জমজমাট , বই মেলার শেষ লগ্নে সমস্ত সাহিত্য প্রেমি মানুষ যখন ছুটছে মেলার মাঠের দিকে ঠিক তখনই কলকাতার নন্দন চত্বর এর জীবনানন্দ সভাঘড়ে জড়ো হয়েছিলেন কিছু ভাষা প্রেমি, তারিখটা এগারোই ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারির দশদিন আগেই " বি পজিটিভ " এর আয়োজনে অনুষ্ঠিত হল " মাতৃভাষা বাংলা ভাষার অঙ্গনে " নামাঙ্কিত অমর একুশ বাঁচুক বুকে , বি পজিটিভ একটি সামাজিক সংগঠন হলেও বর্তমানে সাহিত্য আঙিনায় তাদের উপস্থিতি চোখে পড়ল, উক্ত অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন কবি জয়দীপ চট্টোপাধ্যায় - সেলিম দুরানি বিশ্বাস - ঋকতান - কেশব রঞ্জন দে - বরুণ চক্রবর্তী - কামনা দেব - সঞ্জীবন রায় বাঙলাদেশ থেকে সৈয়দ খায়রুল আলম - জান্নাতুল ফিরদৌসী লিজা।
সংগঠনের কর্ণধার বিপ্লব বড়ুয়া বলেন আমরা মূলত সামাজিক কাজেই যুক্ত থাকি তবে মাতৃভাষা বাংলাভাষার প্রতি সম্মান জানিয়ে যারা সহিদ হয়েছিলেন তাদের স্মরণ করার জন্যই এই আয়োজন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com