নিউইয়র্কে এক সাংবাদিক সম্মেলনে বায়োস্কোপ ফিল্মের কর্নধার রাজ হামিদ বাংলাদেশের প্রথম আঞ্চলিক ভাষায় নির্মীত চলচ্চিত্র মেইড ইন চিটাগং
এর উত্তর এমেরিকায় শুভমুক্তি উপলক্ষে বক্তব্য রাখেন। ছবিটির প্রযোজক এনামুল কবির সুজন মেইড ইন চিটাগং
এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন এবং এমেরিকায় ছবিটি দর্শক সমাদৃত হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
ছবিটির অভিনেতা পার্থ বড়ুয়া ঢাকা থেকে ভিডিও কলেযুক্ত হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এর আগে ছবিটির কিছু ক্লিপিং এবং "ফেট পুরেদ্দে তুয়ার
লাই" গানটি ডিজিটাল স্ক্রিনে প্রদর্শন করা হয়।
ছবিটিতে প্রথম বাংলা ও ইংরেজি সাবটাইটেল ব্যবহার
করা হয়েছে। দর্শকরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বুঝতে পারবেন না বলে এই সাবটাইটেল ব্যবহার করা হয়েছে।
নিউইয়র্কের জামাইকা মাল্টিপ্লেক্স সিনেমা হলে
মেইড ইন চিটাগং এর প্রদর্শনী শুরু হয়েছে।
হলের সামনে দর্শকদের শুভেচ্ছা জানান রাজ হামিদ এবং এনামুল কবির সুজন।
নিউইয়র্কের বাংলাদেশ কন্সাল জেনারেল ডঃ মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দর্শকদের সাথে ছবিটি উপভোগ করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com