সুজন রহমান: রংপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময় ৯ ভুয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধরার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ডিবি পুলিশের ওসি আব্দুর রশিদ। রাতে মামলা দায়েরের পরে তাদের মেট্রোপলিটন কোতয়ালি থানায় নেয়া হবে।
ডিবি পুলিশ জানায় ,বুধবার সকালে রংপুর পুলিশ লাইন্স মাঠে জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে রংপুর জেলার কৃতকার্যদের পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে লিখিত পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরু হলে পরীক্ষকগণ ৭টি কক্ষ থেকে ৯ জন ভূয়া পরিক্ষার্থীকে আটক করে ডিবি পুলিশের কাছে হন্তান্তর করেন।
গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুরের জলেশ্বরিতলার রতন লালের পুত্র পিন্টু লাল (২৬), রংপুরের কাউনিয়া উপজেলার ইদ্রশি আলীর ছেলে তাজুল ইসলাম (২৬), রংপুর কোতয়ালি থানা এলাকার মোস্তাকিম আলীর পুত্র মোঃ জাকারিয়া ওরফে রিপন (২৮), মিঠাপুকুর উপজেলার শাহ আলমের পুত্র মাহফুজার রহমান (১৯), পীরগঞ্জ উপজেলার জয়নাল আবেদিনের ছেলে জাবের আলী(২৫) মিঠাপুকুরের মেহেদি হাসানের পুত্র ফুয়াদ হাসান, ঠাকুরগাও সদরের তরণী সরকারের পুত্র পরিমল সরকার(২৮), মিঠাপুকুরের গোলাম মোস্তফার পুত্র জিসান শেখ (১৯) ও পীরগঞ্জের খাজা নাজিম উদ্দিনের পুত্র মেজবাহ হামিদুল্লাহ প্রধান শুভ (২৬)।
রংপুর ডিবি’র ওসি আব্দুর রশিদ বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের মেট্রোপলিটন কোতয়ালী থানায় হস্তার করা হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com