মারুফ সরকার,স্টাফ রির্পোটার: দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পাষ্ট ৩য় বর্ষে পদার্পন করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক বার্তায় তারা প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সব সাংবাদিক ভাই-বোনকে এবং যারা এই পত্রিকা প্রকাশের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি ঢাকা পোষ্টের পাঠক ও শুভানুধ্যায়ীদেরও শুভেচ্ছা জানান।
নেতৃদ্বয় বলেন, অল্প সময়ে ঢাকা পাষ্ট বাংলাদেশের পাঠকের কাছে অত্যন্ত প্রিয় একটি অনলাইনপত্রিকা হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। প্রতিষ্ঠার পর অল্পদিনেই জনপ্রিয়তা অর্জন করতে স্বক্ষম হয়েছে এক ঝাক তরুন কর্মীর প্রচেষ্টায়।
পাঠকপ্রিয় এই অনলাইন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা প্রত্যাশা করি, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য সামনের দিনগুলোতে যে সংগ্রামে জাতিকে অবতীর্ণ হতে হবে, সেই লড়াইয়ে জনমত গঠনে তারা সাহসী ভূমিকা পালন করবে।
তারা আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক দেশ গড়ার অঙ্গীকার পালনে এবং ন্যায় ভিত্তিক সমাজ নির্মানে ঢাকা পোষ্ট সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, সততা তথা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথিকৃৎ হয়ে থাকবে।
প্রতিষ্ঠার পর থেকে অনলাইন নিউজ পোর্টাল বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করায় সবার কাছে প্রশংসিত হয়ে আসছে। আগামী দিনেও ঢাকা পোষ্ট দেশ ও জাতির সমৃদ্ধির অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালন করবে- এমন প্রত্যাশা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com