গতকাল ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে জেলা প্রশাসন, মাগুরার কালেক্টরেট বিজয় চত্বর মাঠে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মাগুরা জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও মাগুরা লেডিস ক্লাবের সভানেত্রী শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয়ের সহধর্মিণী ।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় বলেন যে, শিশুদের মানসিক বিকাশ ও উৎকর্ষ সাধনে খেলাধুলার অবদান অনস্বীকার্য। এসময় জেলা প্রশাসক মহোদয়ের দুইজন সন্তানও উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
জেলা প্রশাসক মহোদয় এর সাথে তার সহধর্মিণী ও সন্তানদের উপস্থিতিতে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি পায়। মনোমুগ্ধকর খেলাধুলা উপভোগ শেষে জেলা প্রশাসক মহোদয়ের সহধর্মিণী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com