কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নুর কায়াছ নামের এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বালুখালীর ৮ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। একই সময়ে ময়নারঘোনা ১২ নং ক্যাম্প সন্ত্রাসীদের গুলিতে আবদুর রহিম নামের এক রোহিঙ্গা মাঝি গুলিবিদ্ধ হয়েছেন।
নিহত নুর কায়াছ বালুখালীর নাজিম উদ্দিনের স্ত্রী। আর আবদুর রহিম ময়নারঘোনা আশ্রয়শিবিরের এইচ-১ ব্লকের করিম উল্লাহর ছেলে। তিনি এই শিবিরের প্রধান মাঝি।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এপিবিএন এর সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, নুর কায়াছ নিহতের ঘটনায় তদন্ত করা হচ্ছে। নিহতের ঘটনায় দুজন রোহিঙ্গাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এপিবিএন।
পুলিশ জানান, হঠাৎ একটি ছুড়ে গুলিতে মাথায় গুলিবিদ্ধ হন নুর কায়াছ। স্বজনেরা তাঁকে উদ্ধার করে কুতুপালং আশ্রয়শিবিরের এমএসএফ হাসপাতালে নিয়ে যান। বিকেলে হাসপাতালে তিনি মারা যান বলে জানান পুলিশ।
এদিকে পৃথক ঘটনায় মুখোশধারীদের গুলিতে ক্যাম্পের মো. আব্দুর রহিম নামের এক হেড মাঝি গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-১ ব্লকে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান,দুপুরে ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মুখোশ পরা একদল অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে হেড মাঝি মো. আব্দুর রহিম গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com