ঘুটঘুটে অন্ধকারে একা দাঁড়িয়ে
আকাশ দেখা আমার খুব
পুরোনো অভ্যাস
কোলাহল থেকে দূরে
কয়েকটা জোনাকির অালো ছড়াবে
একটু দূরে ঝিঝি পোকার বিশ্রী
আওয়াজ ছড়াবে
দূরের ঘন কালো বৃক্ষরাশি
হতে অচেনা পাখির হঠাৎ ডাকে
বুকের মাঝে ছ্যাৎ করে
গা ছম ছম করা অন্ধকারে
আমি একা দাঁড়িয়ে....
অন্ধকারে অজানা কারো দীর্ঘশ্বাস
শুনেও আমি নির্বিকার
দৃষ্টিতে তারারা
কেউ কী জানো রাতের আকাশে
কোটি কোটি তারারা কি করে?
যতই অন্ধকার বাড়ে
ওরা জ্বলে নেভে, ওরা জ্বলে ওরা নেভে
মিটমিট করে হাসে, আবার কাঁদে
কখনো আবার বুঝতেই দেয়না
ওটা কান্না নাকি উপহাস করে
যা মনে হয় আসলে তা নয়...
তারাগুলো মনে হয় ভেসে বেড়ানো
একেকটা স্বপ্ন
ওরা বুক থেকে বাতাসে ছড়িয়ে
সবুজ পাতা ছুঁয়ে
মেঘের মাঝ দিয়ে
নীল আকাশ পেরিয়ে
ওরা জোস্না ছুঁয়েছে..
মেঘের ওপাশ থেকে স্বপ্নরুপীরা
জ্বলজ্বলে চোখে আমাকেই দেখছে
নিঃশব্দে
কিসের যেনো অপেক্ষায় ওরা
যেনো
আকাশ ছেড়ে আসবে নেমে
স্বপ্নগুলো
অচেতন ঘুমের মাঝে ঘিরে ধরবে
আমার চারপাশ
কেউ মাথার পাশে, কেউ ডানে বামে
পাঁজরে
কেউ বসে কেউবা ভাসতে ভাসতে
অপলক দেখবে আমায়...
নির্ঘুম রাতেরা বড়ই বেঈমান
ওরা জল জোছনার গল্প শোনেনা
না দেয় চোখের পাতা বুজতে
না দেয় স্বপ্নগুলো কাছে আসতে...
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com