শামিম, স্টাফ রিপোর্টারঃ
গেল ২১শে ফেব্রুয়ারী ২০২৩ রোজ মঙ্গলবার সকাল ৭.৩০ মিনিট থেকে ১০.০০ ঘটিকায় পযন্ত চলতে দেখতে পায় সাধারণ জনগণ সহ এক মুক্তিযোদ্ধা। এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় কথা কাটাকাটি হয় মুক্তিযোদ্ধা সেলিম ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকগন ও মেনেজিং কমিটির সভাপতি সদস্যদের সাথে।
২১শে ফেব্রুয়ারীর প্রভাতে থেকে শিক্ষাথী'দের উক্ত শিক্ষা প্রতিস্ঠানে আগমন ঘটে এবং সেই শিক্ষাথী'দের নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে গিয়ে অসম্মান করেন শিক্ষকগন। সকল শিক্ষক অবহেলা অযত্নে পায়ে জুতা পড়ে একাধিক বার ফুল দিয়ে শুভেচ্ছা যানায়। আর এ নিয়ে মুক্তিযোদ্ধা মোঃ সেলিমের সাথে একাধিক বার কথা কাটাকাটি হয়।
এক পযার্য়ে মুঠোফোনে প্রতিস্ঠানের সভাপতি মোঃ খোকন হাওলাদার কে বিষয়টি যানানো হলেও কোন প্রতিকার সমাধান পাওয়া যায়নি বলে দাবি করেছেন স্থানীয় সাধারণ জনগণ।
এই মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা হয় কমিটি ও শিক্ষকদের মত অনুযায়ী এবং এখানে কোন শিক্ষাথী'দের অভিভাবকের মতামত নেওয়া হয়না।
এবং সরকারের কোন নিতিমালা দৃষ্টি আকর্ষণ করেন না, এই প্রতিস্ঠানে পরিক্ষার ফি, শ্রেনী পরিবর্তনে সরকারের নিধারিত ফি এর অধিক পরিমাণে টাকা ধায' ধারণ করেন। কেউ সহজে প্রতিবাদ করতে পারেননা।
এই মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি,সদস্য, ও শিক্ষকগন সবাই সরকার বিরোধী দলের ব্যাক্তিগন। উপজেলার শিক্ষা অফিসার না দেখার ভান করে চলতে থাকেন।
এই মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি একজন ধন্যাট্ট ব্যাক্তি হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
কিছুদিন পূর্বে অএ প্রতিস্ঠানে গোপনে নিয়োগ বানিজ্য করে নেন। এই প্রতিস্ঠানের বিষয়ে কোন সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করলে এরিয়ে যায়। এবং কোন ব্যাপারে মুখ খুলেননা। শতকরা একজন ব্যাক্তিকে পাওয়া যায়।
উক্ত প্রতিস্ঠানের বিরুদ্ধে বত'মান সরকারের শিক্ষা মন্ত্রলায়ের জেলা উপজেলার আইনের আওতায় এনে ব্যাবস্হা গ্রহণ করার দাবি যানান ভোক্তভূগি জনগণ। এবং এই সকল তথ্য দেওয়া একজন ব্যাক্তির তদন্তের সাথে' গোপন রাখতে বলেছেন বলে যানানো হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com