রাজু শেখ,রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: রামপালের ভাগা গ্রামের ৭০ বছরের নৃপেন্দ্রনাথ পাল নামের এক বৃদ্ধ জমির দখলমুক্ত চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ধর্ণা দিয়েও প্রতিকার মিলছে না। প্রভাবশালী একটি চক্রের ছত্রছায়ায় থাকা জাফর শেখ নামের এক ব্যক্তি মাছ ও মৎস্য চাষের কথা বলে জমি লিজ নেয়। ভাগা মৌজার ৩১৫ খতিয়ানের ৯০৭ দাগের ৮৮ শতক জমির কিছু অংশে বাসা করে সে ঘের পাহারা দিতো। কথা ছিল সে দুই বছর ঘের করবে। এরপর ওই জমির মালিক কৃপেন্দ্রনাথ তার জমি মাটি দিয়ে ভরাট করেন। জমিতে থাকা জাফরকে জমি ছেড়ে দিতে বললে সে আর জমি ছাড়তে চাইছে না। জমি দখলে নিতে জাফর হিন্দু ওই পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দিচ্ছে বলে তারা অভিযোগ করেন। বাধ্য হয়ে জমির মালিক জমির দখল মুক্ত করতে বাগেরহাট জেলা পুলিশ সুপারের বরাবর আবেদন করেছেন। গত ইংরেজি ১৩ আগষ্ট আবেদন করার পরেও প্রতিকার না পাওয়ায় ন্যায়সংগত অধিকার থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। তিনি বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের আশু সমাধান কামনা করেছেন। অভিযোগের বিষয়ে অভিযুক্ত জাফর শেখের সাথে কথা বলার জন্য ওই বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি, তবে তার স্ত্রী বলেন তাদের জমি না, এটা নৃপেন বাবুর জমি। আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের থাকতে দিয়েছে। এ বিষয়টি অস্বীকার করে বৃদ্ধ নৃপেন্দ্রনাথ বলেন ওরা অসত্য কথা বলে আমার জমি দখলের চেষ্টা চালাচ্ছে। আমি কোন প্রতিকার চেয়ে প্রতিকার পাচ্ছি না।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com