হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ উৎসব ১৪২৬ উদযাপন উপলক্ষ্যে বর্নাঢ্য আয়োজনের সর্বশেষ এক প্রস্তুতি সভা বুধবার (৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বাংঙালির হাজার বছরের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি কালচার ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বাংলা নববর্ষ (১লা বৈশাখ) সকাল ৮ টায় মঙ্গল শোভাযাত্রা বাহির হবে। এছাড়া উপজেলা পরিষদের আম্রকাননে লেডিস ক্লাব চত্বরে বর্ষবরন, পান্তা ও ইলিশ খাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রাম বাংলার খেলাধুলা, উপজেলা পরিষদ পুকুরে হাঁস ধরা প্রতিযোগীতা, বিকালে কাঁকশিয়ালী নদীতে নৌকা বাইচ প্রতিযোগীতা, সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠে তিন দিন ব্যাপী বৈশাখী মেলার চত্বরে জারিগান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ২ বৈশাখ সোমবার বিকালে গ্রাম বাংলার লাঠি খেলা, সন্ধ্যায় অতিথি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল-ড্র অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন এর সভাপতিতে বর্ষবরন উৎসব উদযাপনের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, উপজেলা প্রকৌশলী শাহাবুল আলম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন, দারিদ্র বিমোচন কর্মকর্তা তপন জ্যোতি চক্রবর্তী, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, দক্ষিন শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার, কৃষ্ণনগর ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্যামলী রানী, নবযাত্রার ফিল্ড অফিস ম্যানেজার আশীষ কুমার হালদার, শিক্ষিকা কনিকা সরদার, শিক্ষক সৈয়েদ মোমিনুর রহমান প্রমুখ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com