অমর একুশে ফেব্রুয়ারী ২০২৩ উপলক্ষে আয়োজিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে এবি ব্যাংক লিমিটেড এর এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও বাংলার বরনমালা এর সম্মানিত উপদেষ্টা জনাব আবদুল্লাহ আল মামুন এর আন্তর্জাতিক সাহিত্য সম্মাননা স্বারক গ্রহণ করার সময় আধুনিক বিশ্বের জনপ্রিয় ইমোশন এনড্রয়েড মোবাইল ফোন এর মাধ্যমে সেলফি সহ কিছু স্থির চিত্র তুলে স্রিতির আয়নায় বন্দী করা হলো।
১৮ই ফেব্রুয়ারী ২০২৩ বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুস্টিত হয়েছে বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ এর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সাহিত্য ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে স্বারক সম্মাননা প্রদান করেন গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এম পি।
১৭ই ফেব্রুয়ারী ২০২৩ শুক্রবার অনুস্টিত,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের "ফ্যাকাল্টি অব বিজনেস এন্ড স্ট্যাডিজ কনফারেন্স হল" থেকে স্বপ্ননীল সাহিত্য পরিষদ সম্মাননা স্বারক প্রদান করেন দেশের বরেন্য কথা সাহিত্যিক এবং বাংলা একাডেমির সভাপতি
ড. সেলিনা হোসেন।
পরবর্তীতে সোহরাওয়ার্দী উদ্যানে অনুস্টিত জাতীয় বই মেলায় প্রিয়জন সাহিত্য পরিষদ সম্মাননা স্বারক প্রদান শহীদ বুদ্ধিজীবী এবিএম আবদুর রহিম ও বরেন্য কারুশিল্পী ঝরনা রহিম এর সন্তান, বিশিষ্ট নাট্যকার, ঔপন্যাসিক ও কবি জনাব এবিএম সোহেল রশিদ,
কবি ও ছড়াকার জনাব ফারুক মোহাম্মদ জাহাঙ্গীর,
কবি ও কথা সাহিত্যিক শরিফা খাতুন লিমুনি,
বিশিষ্ট প্রকাশক মুসলা উদ্দিন, শ ম দেলোয়ার জাহান।
১৮ই ফেব্রুয়ারী ২০২৩ শনিবার বাংলা একাডেমীতে অনুস্টিত কবিবন্ধু সাহিত্য পরিষদ প্রদত্ত সম্মাননা স্বারক প্রদান করেন দেশের বরেন্য কথা সাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি ড. সেলিনা হোসেন।
সম্মাননা স্বারক গ্রহণ করার সময় মায়াবী ভালোবাসার প্রতিলিপি তৈরি হউক আনন্দ নিয়ে।
গভীর কৃতজ্ঞতা রইল সবার জন্য।
অমর একুশে ২০২৩ উপলক্ষে জাতীয় বই মেলায় এবি ব্যাংক লিমিটেড এর এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও বাংলার বরনমালা এর সম্মানিত উপদেষ্টা জনাব আবদুল্লাহ আল মামুন এর অংশগ্রহণ এবং প্রকাশিত,
যৌথ কাব্যগ্রন্থ গুলোর কিছু বিবরনের অনুলিখন সাথে বইয়ের অনুলিপি।
যা ঢাকায় অনুস্টিত জাতীয় বই মেলায় মোড়ক উন্মোচন করা হয়েছে ইতিমধ্যেই।
এই ফেব্রুয়ারী ২০২৩ এর শুরুতেই প্রকাশিত বইয়ের প্রচ্ছদের অনুলিপি।
বিশিষ্ট উপন্যাসিক, কবি ও কথা সাহিত্যিক,
জনাব Faruque M. Jahangir ভাইয়ের সম্পাদনায় প্রকাশিত আমার নতুন যৌথ কাব্যগ্রন্থ "তৃতীয় নয়ন"
Farhadul Islam Jowel এর সম্পাদনায় প্রকাশিত হয়
আমার যৌথ কাব্যগ্রন্থ "পচা লাশের গন্ধ"
বাংলা একাডেমির বই মেলায় মোড়ক উন্মোচন করা হয়েছে ইতিমধ্যে কবি বন্ধু সাহিত্য পরিষদ এর সম্পাদনায় প্রকাশিত আমার নতুন যৌথ কাব্যগ্রন্থ সমুহ "কাব্য কুটির" এবং "চন্দন"
সবার প্রতি গভীর কৃতজ্ঞতা রইল
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com