প্রভাষক মনিরুজ্জামান (মহসিন):
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন এর শেষ কর্মদিবস উপলক্ষে কলেজের আইসিটি হল রুমে এক অনাড়ম্বরপূর্ণ পরিবেশে বিদায় সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও রোভার স্কাউট সদস্যদের উপস্থিতিতে ২৭ ফেব্রুয়ারি সোমবার বেলা ১২ টা হতে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কলেজের সভাপতি ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকি'র সভাপতিত্বে বিদায়ী সংবর্ধিত ব্যক্তি হিসেবে বক্তব্য রাখেন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ইংরেজি বিভাগীয় প্রধান ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন।
জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক ও আবু তালেব'র সঞ্চালনায় কলেজের শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক মো: শহীদুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: আকবর আলী, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান শচীন্দ্রনাথ মন্ডল, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এস এম ফিরোজ আহমেদ ও শরীরচর্চা শিক্ষক সামছুল হুদা কবির খোকন।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলাম শিক্ষা বিষয়ের বিভাগীয় প্রধান আলহাজ্জ শেখ হাবিবউল্লাহ ও গীতা পাঠ করেন প্রাণিবিদ্যা বিষয়ের প্রভাষক প্রদীপ কুমার মন্ডল।
সভাপতি ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন- শিক্ষকরা অনেক সম্মানিত ব্যক্তি। অনেক চাকরিতে আছে যে চাকরি জীবনে তিনি অনেক বড় কর্মকর্তা ছিলেন। কিন্তু অবসরের পর তার পূর্বের কর্মস্থল বা বিভিন্ন দপ্তর থেকে ন্যূনতম সম্মানটুকু তিনি পান না। এটা অনেক পীড়াদায়ক। যেহেতু আপনারা শিক্ষক। তাই আপনাদের নিকট আমার নিবেদন থাকবে আজকের বিদায়ী অধ্যক্ষ সহ ইতোপূর্বে যে সমস্ত অধ্যক্ষ, উপাধ্যক্ষ বা শিক্ষকমণ্ডলী আপনাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। তারা চাকরি থেকে বিদায় নিলেও শিক্ষক হিসেবে আপনাদের আমাদের থেকে বিদায় নেননি। সুতরাং তারা বিভিন্ন কাজে পূর্বের কর্মস্থলে আসলে বা কোথাও দেখা হলে এখনকার মত সম্মান বা শ্রদ্ধা দেখাবেন বলে প্রত্যাশা করি।
আর খুব স্বল্প সময়ের মধ্যে কলেজ থেকে যে সমস্ত শিক্ষক-কর্মচারী অবসর নিয়েছেন তাদেরকে বৃহৎ পরিসরে সংবর্ধনা দেয়া হবে বলে জানান তিনি।
বিদায়ী সংবর্ধিত অতিথির বক্তব্যে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন বলেন- আমি জীবনে যা কিছু পেয়েছি তাতে আমি খুঁশি। প্রায় ৩১ বছর আগে যখন এ কলেজে ইংরেজি শিক্ষকের অভাবে ভুগছিল তখন আমি সহ ২ জন কলেজে ইংরেজি বিষয়ের প্রভাষক হিসেবে যোগদান করি। যে অধ্যক্ষ মো: রিয়াজুল ইসলাম স্যারের হাত দিয়ে আমাদের সকল শিক্ষক-কর্মচারীর নিকট সে সমস্ত শ্রদ্ধাভাজন স্যারেরা কলেজ সরকারিকরণের কাজ শেষ হওয়ার আগেই বিদায় নিবেন এবং আমি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব নিয়ে এতদিন পার করবো ভাবতেই পারিনি।
আমি সৌভাগ্যবান যে আমার দায়িত্ব পালনকালে সকল শিক্ষক-কর্মচারী ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে সর্বাত্মক সহযোগিতা পেয়েছি।
তাই আপনাদের নিকট বিশেষ নিবেদন থাকবে আপনারা সব সময় মিলেমিশে থাকবেন। একতাবদ্ধ থাকবেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে হঠাৎ উপস্থিত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ গভনিং বডির সাবেক সদস্য ও দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো:মনিরুজ্জামান মনি।
বক্তব্য শেষে কলেজের পক্ষ থেকে সভাপতি ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকি বিদায়ী অধ্যক্ষের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেন।
এছাড়া প্রাণিবিদ্যা বিভাগীয় প্রধান শচীন্দ্রনাথ মন্ডল, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন), পরিসংখ্যান বিষয়ের সিনিয়র প্রভাষক শরিফুল ইসলাম ও শরীরচর্চা শিক্ষক সামছুল হুদা কবির খোকন বিদায়ী অধ্যক্ষকে (ভারপ্রাপ্ত) ব্যক্তিগতভাবে ও স্ব স্ব বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
সবশেষে সভাপতি ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকি সহ সকলের উপস্থিতিতে ডিজির থেকে এখনও চিঠি না আসায় নিয়ম অনুযায়ী বিদায়ী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন তার পরবর্তী সিরিয়াল অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক মো: শহীদুল ইসলাম এর নিকট অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বভার হস্তান্তর করেন। যিনি ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার হতে তার নতুন দায়িত্ব পালন করবেন।
নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: শহীদুল ইসলাম তার দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
বিদায় সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে মনোবিজ্ঞান বিষয়েের বিভাগীয় প্রধান আলহাজ্জ এ এস এম মিজানুর রহমান, আলহাজ্জ মো:মনিরুল ইসলাম, আলহাজ্জ মোশাররফ হোসেন, মো: জাহাঙ্গীর কবির, মো: আকরাম হোসেন, আলহাজ্জ মাসুদ করিম, মো: আজিজুর রহমান, রনজন কুমার মন্ডল, অভিজিৎ কুমার বসু, সঞ্জয় কুমার মন্ডল, বৈদ্যনাথ মন্ডল, রিতা রানী, রাবেয়া খাতুন, দৌলতুন্নেছা পারুল,তৌহিদুজ্জামান, আমিনুর রহমান, রোকনুজ্জামান, আবু জাফর সিদ্দিকি, আনোয়ার সিদ্দিকী, শাহজাহান কবীর, জি এম আসাদুজ্জামান, রফিকুল ইসলাম, আত্তাবুজ্জামান, রোকনউজ্জামান, শহীদুল ইসলাম, রহিমা সুলতানা, বেদ্যনাথ সরদার, আব্দুল আলিম, মোস্তফা আবু রায়হান সহ বিভিন্ন শিক্ষক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।