হাফিজুর রহমান শিমুলঃ ।কালিগঞ্জ উপজেলায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০১৯ বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পারিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেনেটারী ইন্সেপেক্টর আব্দুস সোবহানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ থানার এসআই সুধাংশু হালদার, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, রতনপুর ইউপি চেয়াম্যান আশরাফুল হোসেন খোকন, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, কৃষ্ণনগর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যান শ্যামলী রানী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক প্রশান্ত সরকার প্রমুখ। ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে সাতক্ষীরা জেলার ব্যাপক হারে কুকুরের টিকাদান এসডিভি কার্যক্রম বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শন করেন এমডিভির সুপারভাইজার ইমরাজ করিম ও জুবায়ের হোসেন। আগামী ৬ এপ্রিল জাতীয় জলাতঙ্ক নিমূূল কর্মসূচির সাথে সংশ্লিষ্ট ব্যাক্তিদের প্রশিক্ষক দেওয়া হবে। এবং ৭ থেকে ১১ এপ্রিল পর্যন্ত এমডিভি কার্যক্রমে উপজেলার ১২টি ইউনিয়নে ২৯টি টিমে সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন এলাকায় সকল কুকুরের ভ্যাকসিন প্রদান করা হবে। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রোগ নিয়ন্ত্রন শাখা, স্বাস্থ্য অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তর জাতীয় জলতাঙ্ক নির্মূল কর্মসূচি বাস্তবায়ন করছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com