শ্রেয়সী শুধু তার
আবদুল্লাহ আল মামুন
আমার ছোট ছোট
অগোছালো স্বপ্নদের
যত্ন করে রত্ন বানায়
যে শিল্পী!
আমার বোকা বোকা
এলোপাথাড়ি কথামালা
ছন্দের বন্ধনে আবদ্ধ করে
যে কবি!
আমার কারনে অকারণে
করা অন্যায় আবদারগুলোকে
প্রশ্রয় দেয় ছেলেমানুষী
যে হৃদয়!
খুব কাছ থেকে না হোক,
কল্পনার সুষমা বন্টনে
এ শ্রেয়সী শুধু তারই হোক!
আমার চরম ব্যর্থতার সময়ে,
নির্ভরতার পরশ বুলিয়ে যায়
যে ভরসার হাত!
আমার হতাশার
নিকষ কালো রাতে
নতুন আশার আলো দেখায়
যে চোখ!
আমার অতি ক্ষুদ্র সাফল্যে
দূর থেকে দাঁড়িয়ে
তৃপ্তির হাসি দেয়
যে মায়াবী মুখ!
কঠিন পৃথিবীর জটিল ধাঁধায়
পবিত্র প্রার্থনার প্রার্থী হয়ে
শ্রেয়সী শুধু তারই হোক!
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com