এম হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে ইসলামী ব্যাংকের আয়োজনে বুধবার (১লা মার্চ) বেলা ১১ টায় ব্যাংক ভবনে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধানগনদের নিয়ে সমাবেশ ও মত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ের ঘোষিত সর্বোত্তম গ্রাহক সেবা সার্বজনীন ব্যাংকিং কার্যক্রমের অংশ হিসেবে মত বিনিময় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নলতা হাইস্কুলের প্রধান শিক্ষক মোনায়েম হোসেনের সভাপতিত্বে ব্যাংকের ম্যানেজার(অপারেশন) আজগর আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যাংকের ভিপি শাখা প্রধান নুর মোহাম্মদ। তিনি তার বক্তব্যে বলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের আমদানি ও রপ্তানি বৈদেশিক সঞ্চয় সর্বক্ষেত্রে সর্বোচ্চ ব্যাংকিং গ্রাহক সেবায় এগিয়ে। ইসলামী ব্যাংক সার্বজনীন ব্যবস্থার মধ্যদিয়ে প্রায় ৪০ বছর কার্যক্রম সুনামের সাথে চলছে। বিশ্বের ১ হাজার ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক সেবা কার্যক্রম সর্বোত্তম এগিয়ে চলেছে এবং সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার এস এম মাহাবুবুল আলম, প্রিন্সিপাল অফিসার আল মুতাকির বিল্লাহ,প্রিন্সিপাল অফিসার সালাউদ্দীন আহমেদ, ব্যাংক কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারী হাবিবুর রহমান, ব্যাংকের বিনিয়োগ প্রধান মাহবুব আলম রাসেল প্রমুখ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সাংবাদিকবৃন্দ, শিক্ষক মন্ডলী, ব্যাংক কর্মকর্তা ও গ্রাহক সাধারণ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com