আব্দুল্লাহ আল মামুনঃ
জাফর আহমেদ চৌধুরী গত ২৮শে ফেব্রুয়ারি ২০২৩ রোজ মংগলবার রাত ৮ টার সময় ইন্তেকাল করেন।
ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজেউন।
মরহুম জাফর আহমেদ চৌধুরী ১৯৩১ সালের ১০ই মার্চ রাউজান উপজেলার, বেগওয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের বুনিয়াদি পরিবারের জমিদার,পীর এ কামেল মরহুম হজরত মওলানা এয়াকুব আলী চৌধুরী (র:) বাড়ির সন্তান, বিশিষ্ট ব্যাবসায়ী, মরহুম জহুর আহমেদ চৌধুরী এর একমাত্র পুত্র।
মরহুম জাফর আহমেদ চৌধুরী ১৯৫৩ সালে তদানিন্তন সময়ের কোট অফিস এ প্রথম চাকরি জীবন শুরু করেন।
পরবর্তীতে ১৯৫৫ সালে তদানিন্তন সময়ের Barmah Oil Company (BOC) তে যোগদান করেন যা বারমা স্ট্যান্ড নামে পরিচিত ছিলেন।স্বাধীনতা পরবর্তীতে পদ্মা অয়েল কোম্পানী এর প্রশাসনিক অফিসার ছিলেন।
বোয়ালখালি উপজেলার তদানিন্তন সময়ের জমিদার পীর এ কামেল মরহুম হজরত মওলানা এমদাদ আহমেদ মিয়া (র:) এর প্রথম নাতিন মরহুমা চেমন আরা বেগম মরহুম আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী এর সহধর্মিণী।
মরহুমা চেমন আরা বেগম ২০১২ সালে পবিত্র রমজান মাসে ইন্তেকাল করেন।মরহুম জাফর আহমেদ চৌধুরী এর শ্বশুর এবং আমার বড় ফুফু মরহুমা চেমন আরা বেগম এর পিতা আমার দাদা ভাই মরহুম হাজি মোহাম্মদ আবদুল কাদের মিয়া, বোয়ালখালি উপজেলার তদানিন্তন সময়ের ব্রিটিশ পিরিয়ডের দি কাউন্সিল অফ ইউনিয়ন এর প্রেসিডেন্ট হিসাবে ২২ বছর ধরে শাসন ব্যবস্থায় ছিলেন।
তিনি তদানিন্তন সময়ের Bankers to the British Business Communication "Gryandles Bank" এর প্রশাসনিক অফিসার ছিলেন।তদানিন্তন সময়ের সউদি আরবে প্রতিস্টিত "Arabian American Oil Company" এর প্রশাসনিক অফিসার ছিলেন।
বোয়ালখালি উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজ এর প্রতিস্টাতা গভর্নরস বোড এর প্রথম মুসলিম সদস্য ছিলেন।
তাছাড়া,
মরহুম জাফর আহমেদ চৌধুরী এর শ্বশুর মরহুম হাজি মোহাম্মদ আবদুল কাদের মিয়া তদানিন্তন সময়ের বিচারিক প্যানেলের পঞ্চায়েত প্রধান ছিলেন।মরহুমা চেমন আরা বেগম,মরহুম হাজি মোহাম্মদ আবদুল কাদের মিয়া এর প্রথম কন্যা।
মরহুম জাফর আহমেদ চৌধুরী গত ২৮শে ফেব্রুয়ারী ২০২৩ রাতে ইন্তেকাল করার পর রাত সাড়ে দশটার সময় আসকার দিঘির পার সংলগ্ন দোস্ত কলোনী জামে মসজিদ প্রাংগনে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।পরবর্তীতে পহেলা মার্চ ২০২৩ জোহরের নামাজের পর চৈতন্য গলি জামে মসজিদ প্রাংগনে দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।এবং চৈতন্য গলি কবরস্থানে মরহুমা চেমন আরা বেগম এর পাশেই দাফন করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com