লিটন সরকার উপজেলা প্রতিনিধি ॥ আশাশুনিতে চাঁদাবাজির অভিযোগে পুলিশের একজন এএসআই সহ ৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানাগেছে, আটককৃত আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের আব্দুল আলীম সানার ছেলে এবং পিরোজপুর সদর থানায় কর্মরত এএসআই রুবেল হোসেন এবং পিরোজপুর উপজেলার পান্তা ডুবি গ্রামের রহমত আলী শেখের ছেলে মনির হোসেন, চর লোহারকাটি গ্রামের ইউনুস মৃধার ছেলে আবুল কালাম, পান্তাডুবি গ্রামের আনোয়ার শিকদারের ছেলে সোহেল শিকদার, পূর্ব শিকারপুর গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে সাইফুল ইসলাম ও আরও একজন প্রতাপনগরের কল্যাণপুর গ্রামের রওশন সানার ছেলে কলেজ ছাত্র আশিকুর রহমানের কাছে অনলাইনে জুয়া খেলার অভিযোগে এক লক্ষ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে আটক করে থানায় নিয়ে যাবে বলে হুমকী দেয়। স্থানীয় জনতা তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ৫ জনকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদেরকে থানায় আনেন। অপর একজন পালিয়ে যায়। এ ঘটনায় আশিকুর রহমান বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে ৬ জনের নামে মামলা করেছেন। মামলা নাম্বার (৬)০৪/২৩। আশাশুনির থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এএসআই রুবেল হোসেনসহ ৬ জন কল্যাণপুর গ্রামের কলেজ ছাত্র আশিকুর রহমানের নিকট অনলাইনে জুয়া খেলার অভিযোগে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার হুমকি দেয়। এরপর স্থানীয় জনতার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ৫ জনকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে। এএসআই রুবেলের কাছ থেকে তার ব্যবহৃত ঢাকা মেট্রো- গ ১৯-৬৩৯০ নং এক্স করোলা প্রাইভেট কার, একটা নাইন এমএম পিস্তল, একটা ৮ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন, ২টা হ্যা-কাপসহ অন্য জিনিসপত্র জব্দ করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, প্রতাপনগর ইউনিয়নের কিছু অসাধু ব্যক্তি এসব চাঁদাবাজদের সোর্স সেজে তাদের দিয়ে এহেন কর্মকান্ড করান। কাজেই এসব সোর্সদের খুঁজে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com