প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৩, ৮:০৭ পি.এম
উৎসবমুখর পরিবেশে বাঁশতলা বাজার বনিক সমিতির নির্বাচন সম্পন্ন
এম হাফিজুর রহমান শিমুলঃ ব্যাপক আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাঁশতলা বণিক সমিতির নির্বাচনে সাবেক সভাপতি জয়দেব বিশ্বাস সভাপতি এবং রজব আলী বাবু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ সভাপতি পদে নিমেন্দু মন্ডল, রবিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আজিজুর রহমান ও আমিরুল ইসলাম ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় জয়দেব বিশ্বাস ও দপ্তর সম্পাদক পদে আজিজুর রহমান নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে সহ সভাপতি পদে নিমেন্দু মন্ডল সর্বোচ্চ ১৩৬, প্রদীপ ঢালী ১৩৫ ভোট, সাধারণ সম্পাদক পদে রজব আলী বাবু ১০৯ ভোট, জলিল সরদার ১০২ ভোট, শেখ আব্দুর রহমান ৬১ভোট, সংগঠনিক সম্পাদক পদে রবিউল ইসলাম ১২৪ ভোট, হাফিজুর রহমান ১১৫ ভোট, আলমগীর হোসেন ৩৩ ভোট, কোষাধ্যক্ষ পদে ২০০ ভোট, শ্রীদাম ৭০ ভোট। শনিবার (১১ মার্চ) সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২৮১ জন ভোটারের মধ্যে ২৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে বিকাল ৫ টায় নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ও দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনারের সদস্য ইউপি সদস্য আহম্মাদ আলী শাহ, আব্দুল্লাহ আল মামুন, নুরুজ্জামান পাড়, ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরদার, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এস আই আবু হাসান, এস আই নকিব পান্নু, এ এসআই সেলিম রেজাসহ সঙ্গীয়ফোর্স উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com