আরিফুল ইসলাম আশাঃ
দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, কেউ যদি আমাকে প্রশ্ন করে জীবনের সবচেয়ে ভালো দিনগুলো কোথায় কাটিয়েছি জবাবে বলব সাতক্ষীরায় কাটানো দিনগুলোই জীবনের শ্রেষ্ঠ সময় ছিল।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় প্রধান বিচারপতি স্মৃতিচারণ করে বলেন, ১৯৭৫ সালে সাতক্ষীরা সরকারি কলেজের ১৯৭৫-৭৬ ব্যাচের ছাত্র ছিলাম আমি। সে সময়ে ক্লাসের ফাঁকে কলেজের লেকের পাড়ে বসে থাকা, বরই খেতে খেতে গল্প আড্ডা এগুলো সবিই ছিল জীবনের রঙিন ইতিহাস। সাতক্ষীরায় আমার জন্মস্থান না হলেও জীবনের রঙিন সময়গুলো এখানে কাটিয়েছি।
প্রধান বিচারপতি একদিনে হইনি উল্লেখ করে তিনি বলেন, এর পেছনে অনেকের অবদান রয়েছে। তাদের মধ্যে অবদান রয়েছে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষকদের বাবা মায়ের পরে শিক্ষকদের অবদান আমাদের জীবনে অনস্বীকার্য। এই প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা অমলিন হয়ে থাকবে চিরকাল।
সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের আগে সাতক্ষীরা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আবু ওদুদের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাড়িতে যান প্রধান বিচারপতি। পরবর্তীতে শিক্ষককে সঙ্গে নিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে আসেন তিনি।
এসময় স্মৃতিবিজড়িত সাতক্ষীরা সরকারি কলেজ পরিদর্শন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দীকি। আবেগে আপ্লুত হয়ে তিনি কলেজের সমগ্র এলাকা ঘুরে দেখেন। স্মৃতিচারন করেন তার কলেজ জীবনের ঘটনাসমূহ। শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সরকারি কলেজ প্রাঙ্গণে নিজ হাতে নারকেল গাছের চারা রোপণ করেন তিনি।
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় প্রধান বিচারপতি সাতক্ষীরা সার্কিট হাউজে এসে পৌছান। এসময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। এরপর প্রধান বিচারপতি সাতক্ষীরা সরকারি কলেজে এসে পৌছান। এসময় তাকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে তাকে মানপত্র প্রদান করেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রিন্সিপাল হাসান হাদী।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসান ফয়েজ সিদ্দীকির কলেজ শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, তাঁর ক্লাসমেট কুমিরা বালক উচ্চ বিদ্যালয়ের অবরপ্রাপ্ত প্রধান শিক্ষক খগেন্দ্রনাথ দাস সহ কলেজটির শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
প্রধান বিচারপতি এক সংক্ষিপ্ত সফরে সাতক্ষীরা এসেছেন। বেলা সাড়ে ৩টায় তিনি সাতক্ষীরা জর্জ কোর্টে ‘ন্যায় কুঞ্জ’ নামে একটি বিশ্রামাগার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জর্জ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি ফাহিমুল হক কিসলু সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। ---------------
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com