ঐতিহ্যময় আনন্দময়তায় নববর্ষবরণের লক্ষ্যে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় প্রতিবছরের মত এবারেও আনন্দানুষ্ঠানের আয়োজন করা হয়। পহেলা বৈশাখ ১৪২৬, চৌদ্দই এপ্রিল ২০১৯ রবিবার সকাল দশটায় ৩৭/এ সেগুনবাগিচাস্থ কচি-কাঁচা প্রাঙ্গণে এবং মিলনায়তনে কচি-কাঁচার মেলার শিশু-কিশোর, তরুণ-প্রবীণ সদস্যদের অংশগ্রহণে আলোচনাচক্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠামেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলার ট্রাস্টিবোর্ডের সদস্য, বিশিষ্ট কবি কামাল চৌধুরী। আলোচনায় অংশনেন মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ, মেলার ট্রাস্টিবোর্ডের সদস্য, বম্বে সুইট্স-এর হেড অব মার্কেটিং শ্রী ডি.ডি. ঘোষাল, মেলার সহ-সভাপতি খোন্দকার মো. আসাদুজ্জামান, মেলার প্রবীণ সদস্য আমজাদ হোসেন এবং মেলার ছোটবোন উষষি দিব্যাংশু তমঘœ মহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করে মেলার কর্মীবোন নুসাইবা হাসিন অঙ্কন। উৎসবে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রান্না বিশেষজ্ঞ লবি রহমান এবং রিমা জুলফিকার, পুষ্টিবিদ আক্তারুন্নাহার আলো।
অনুষ্ঠানের শেষাংশে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা পরিচালিত কথাবিতান, সুরবিতান ও নৃত্যবিতানের ভাইবোনেরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com