প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৩:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৩, ১০:০৫ এ.এম
ববিতে বরিশাল ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বরিশাল ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটি এর উদ্যোগে "ইফতার ও দোয়া মাহফিল" অনুষ্ঠিত হয়েছে । শনিবার ( পহেলা এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ২৬০৫ নং রুমে উক্ত অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
এ-সময় সংগঠনটির উপদেষ্টা ডঃ আব্দুল্লাহ আল মাসুদ বলেন, এই সংগঠনটির সাথে আমি শুরু থেকেই ছিলাম। এরা যে স্পীডে কাজ করছে এবং নতুন নতুন যে উদ্যোগ নিচ্ছে নিসন্দেহে প্রসংশার দাবিদার। বিশ্বিবদ্যালয় শব্দের সাথে গবেষনা ওতপ্রোতভাবে জড়িত। আর সেই কাজটিই করছে এই সংগঠনটি। আমি এই সংগঠনের সাফল্য কামনা করি।
ডঃ তারেক মাহমুদ আবির বলেন, বিশ্ববিদ্যালয় শুরুর দিকে রিসার্চ এন্ড হায়ার স্টাডি বিষয়ক এমন সংগঠন একটিও ছিল না। এই সংগঠন তৈরি হয়ে ভিন্ন মাত্রা যোগ করেছে। সংগঠনটির প্রতিটি কাজই অসাধারণ যেটা সাধারণ শিক্ষার্থীর জন্য উপকারী।
এদিকে উক্ত আয়োজনে সংগঠনের উপদেষ্টামন্ডলীদের মধ্য থেকে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল মাসুদ এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী প্রফেসর ড. তারিক মাহমুদ আবির। এছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মেহেদী হাসানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মো. রাজু শেখ
প্রতিনিধি, ববি
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com