সাতক্ষীরা সদর প্রতিনিধি ঃ সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ ৯ জনকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক করেছে র্যাব-৬। তাদেরকে পাটকেলঘাটা থানায় হস্তান্তরের পর গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শনিবার(৮ এপ্রিল) রাত ৮টায় তালার ধানদিয়া ইউনিয়নের পাচপাড়া গ্রামে পলাতক আসামী সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গেলে তাদেরকে বাঁধা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর গালিব।
ভোর সাড়ে ৪টায় হোয়াটসঅ্যাপে র্যাবের দেওয়া প্রেসব্রিফিং সকাল ৮টায় হঠাৎ করে মুছে দিতে দেখা গেছে। এ প্রসঙ্গে মেজর গালিব জানান, ‘ঘটনাটি খুবই ছোট। এটা নিয়ে প্রেস ব্রিফিং দেওয়ার প্রয়োজনীয়তা বোধ না করায় মেসেজটি ডিলেট করা হয়েছে’। আজ শনিবার(৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অপেক্ষা করার পর পাটকেলঘাটা থানা থেকে গ্রেপ্তার আসামীদের একটি স্থিরচিত্র পাঠানো হয়।
গ্রেফতারকৃত অন্যরা হলো মোঃ সোহাগ সরদার(২৮), মোঃ কবিরুল ইসলাম(৩৯), মোঃ আমিনুল ইসলাম(৩৭), মোঃ আফজাল খাঁ(৫৮), সোহান সরদার(১৯), শহিদুল ইসলাম বাবলু(৫৫), মোঃ রফিকুল ইসলাম(৩৮) ও মোঃ আজগর আলী(১৮)। এরা সবাই ধানদিয়া ইউনিয়নের বাসিন্দা।
র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর গালিব জানান, পলাতক আসামী সম্পর্কে ধানদিয়া ইউনিয়নে র্যাবের কয়েকজন সদস্য সাদা পোশাকে তথ্য সংগ্রহ করতে গেলে তাদেরকে বাঁধা দেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ বেশ কয়েকজন। এসময় র্যাবের অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জাহাঙ্গীর আলম সহ ৯ জনকে আটক করে নিয়ে আসে। রাত ১১টায় তাদের বিরুদ্ধে র্যাবের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর(ডিএডি) বাবুল মিয়া পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কা ন কুমার রায় জানান, গ্রেপ্তার আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। -------------
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com