পঁচিশে শিক্ষকতা
************
দিনটি ছিলো বাইশ মার্চ উনিশ শত আটানব্বই,
যোগদান করবো শিক্ষকতার পেশায়।
টিপ টিপ বৃষ্টি সাথে বিদ্যুতের ঝলকানি,
ভয়ে ভয়ে খেয়াঘাট পার হয়ে এলাম;
তিন রাস্তার মোড়ে তালা বাজার।
হাঁটতে হাঁটতে ছাতাটি ধরে হাতে,
কোট ফাইলটি বাঁহাতে চেপে ধরে।
চায়ের দোকানে বসে ছিলেন আমার,
প্রিয় যোগেশ স্যার আর নাহার ম্যাডাম।
দেখতে পেয়ে ডাকলেন ভালোবেসে,
কোথায় যাচ্ছো প্রশ্ন নাহার ম্যাডামের;
ফেললাম বলে যোগদান করতে যাচ্ছি,
চাকরি পেয়েছি প্রাইমারি স্কুলে ম্যাডাম।
বললেন স্যার ম্যাডাম দু'জনেই,
ফিরে যাও নাসিমা তুমি অনেক বড় হবে।
ভালোবেসে আরো বললেন অনেক;
বড় অফিসার হবে আমাদের বিশ্বাস।
ফিরে গেলাম ঐদিন তাঁদের সম্মানার্থে,
বাবা বললেন ভালো হয়েছে তাঁর অনেক শখ।
মেয়ে তাঁর বড় অফিসার হবে সব বাবা ই চায়,
রাতে বসে চিন্তা করি কি যে করা যায়?
জীবনের প্রথম চাকরি করতে পারবো না?
সকাল বেলা চুপে চুপে গেলে বাবা বাইরে,
রেডি হয়ে চললাম পথে কাঁদা মেখে পায়;
হাঁটতে হাঁটতে তালায় এলাম সতেরো কি মি পথ।
এদিক ওদিক তাকিয়ে দেখি কোথাও,
স্যার ম্যাডামের দেখা নাহি হয়।
অফিস গেলে সবাই বলেন এতো দেরি হায়!
হয়ে গেলাম জুনিয়র পাঁচ জনেতে দিন তিনে।
বললাম যেটা হয়েছে থাকনা সব পিছে,
তেইশ মার্চ যোগদান করলাম খড়িয়াডাঙ্গা স্কুলে।
যাওয়ার কোনো পথ নেই সেথা ,
ধানের ক্ষেতের আইল পঁচিশ কি মি পথ।
যেতে যেতে জীবন শেষ ছাত্র আমি মাস্টার্স,
কি যে করি ভাবছি বসে নেই যে আদেশ;
পূর্ণ না হলে বছর এক বদলীর।
উনিশ মে উনিশ শত নিরানব্বই হলাম বদলী,
বড়বিলা স্কুলেতে এসে পেলাম স্বস্তি।
সবাই ভালোবাসে আমায় ছাত্র অভিভাবক,
শিক্ষকতা মহান পেশা লাগছে ভালো বেশ।
এলাম এবার কাশিয়াডাঙ্গা স্কুলেতে,
সময়টা বারো জুন দুই হাজার আঠেরো।
প্রত্যাশাটা অপূর্ণ রয়ে গেলো প্রায়,
প্রাপ্তিটা হয়েছে শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার।
মেঘে মেঘে বেলা বয়ে যায়,
কিছু আশা, কিছু স্মৃতির রক্তক্ষরণ।
কিছু স্বপ্নের মরণ, কিছু সৃষ্টির বিস্ময়!
কিছু না পাবার অতৃপ্তি বেদনা,
কিছু পেয়ে হারানোর হাহাকার;
কিছু আশা নিরাশা, কিছু হতাশা,
কিছু পড়ন্ত বিকেলের অলস সময়;
আর মিথ্যা আশ্বাসের স্বপ্ন নিয়ে,
দীর্ঘশ্বাসের কিছু পথ মাড়িয়ে;
তবুও শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার।
লেখিকাঃ নাসিমা সুলতানা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com