প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ২:১০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৩, ১০:১৫ এ.এম
কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগে ১ জনকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ
কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগে ১ জনকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামে এই ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। আটককৃত মহিলা একই এলাকার আসকার হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (৪৯)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রোববার রাত আনুমানিক ১১টার সময় স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া লাগে। সন্দেহ কাটাতে ঝগড়ার এক পর্যায় পবিত্র কুরআন শরীফ নিয়ে শপথ করার জন্য একে অপরকে বলে। পরক্ষনেই স্ত্রী ফাতেমা বেগম রেগে গিয়ে কুরআন শরীফ মাটিতে ছুড়ে ফেলে দেয় এবং কুরআনের উপর দুই পা দিয়ে দাড়িয়ে থাকে। সোমবার সকালে পুনরায় ঝগড়া করে ফাতেমা তার স্বামীকে বাড়ি থেকে বেড় করে দিলে ঘটনাটি জানাজানি হয়।
পবিত্র কুরআন শরীফ অবমাননার খবর পেয়ে ফুঁসে ওঠে তাওহীদি জনতা। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে কুরআন অবমানাকারীর সর্বোচ্চ শাস্তি চেয়ে শত শত মানুষ বিভিন্ন স্লোগান দিতে থাকে। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের সহায়তায় ইউপি চেয়ারম্যান ও ওলামা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই নারীর দৃষ্টান্ত মুলক শাস্তি চেয়ছেন। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দিয়েছে। পুলিশসহ তাকে থানায় নিয়ে আসা হয়েছে। এজাহার দিয়েছে আমরা মামলা নিয়ে আইনগত ব্যবস্থা নিব।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com