প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৩, ৮:৩২ এ.এম
ঈদের ছুটি উপেক্ষা করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন সহকারী কমিশনার
হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলায় ঈদের ছুটি উপেক্ষা করে জনকল্যাণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী। তিনি বুধবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা মোড়ে অপরিপক্ক ৬'শ কেজি আম জব্দ করে বিনষ্ট করেন। পবিত্র ঈদ -উল ফিতরের ছুটি পরিবার ও স্বজনদের সাথে না কাটিয়ে সরকারি দায়িত্ব পালনে মাঠে থেকে অপরিপক্ক আম বাজার জাতকরণের বিরুদ্ধে অভিযান, নিত্যপন্যের বাজার নিয়ন্ত্রণসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে তিনি অবদান রেখে চলেছেন। বিশ্ববাজারে সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে জনস্বার্থে অভিযান চলমান থাকবে বলে তিনি দৃড় প্রত্যয় ব্যক্ত করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে মোঃ আজাহার আলী বলেন, আমরা আমাদের দেশের সুনাম নষ্ট হতে দিব না। সেক্ষেত্রে আপনাদের সহোযোগিতা দরকার। যে সমস্ত অসাধু ব্যবসায়ী অপরিপক্ক আমে মানবদেহের ক্ষতিকর ফরমালিন মিশ্রণ করে আম পাকিয়ে অধিক মুনাফা লাভের পায়তারা করছে তাদের তথ্য আমাদেরকে প্রদান করুন। তথ্যদাতার নাম ঠিকানা সব গোপন রাখা হবে। সম্মিলিত প্রয়াস ছাড়া কোনক্রমেই এই অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ব রোধ করা সম্ভব নয়। আসুন আমরা আমাদের আমের সুনাম অক্ষুন্ন রাখি। "
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com