একদা একদিন জঙ্গলের রাজার খুব ক্ষুধা পেলে সে শেয়ালকে ডেকে বললো,"যাও আমার জন্য খাবার নিয়ে এসো, নাহলে তোমাকেই খেয়ে ফেলবো"।
রাজাদেশ শুনে শেয়াল হন্তদন্ত জঙ্গলে ছুটলো, কোথাও কোনো খাবার না পেয়ে হতাশ, হঠাৎ এক গাধার দেখা পেয়ে তাকে বললো," রাজা মশাই তোমাকেই খুঁজছেন, বনের রাজা বানানোর যোগ্য লোক দরকার তাড়াতাড়ি চলো"
সে কথা শুনে গাধা পড়িমড়ি সিংহের কাছে ছুটে এলো, আর কাছে পাওয়া সিংহ তাকে আক্রমণ করলো, কামড়ে কান ছিড়ে নিলো। সিংহের আচরনে হতবাক হয়ে গাধা দৌড়ে পালালো। কিন্তু শেয়াল তার পিছু নিলো, তাকে বোঝালো, আরে বোকা রাজ মুকুট পরাতে অসুবিধা হবে তাই রাজা মশাই তোমার বড় কান ছেঁটে নিলেন
। গাধা ভাবলো, তাইতো...!
সে রাজার কাছে ফিরে এলো, এবার সিংহ ধারালো থাবা দিয়ে তার লেজ কেটে নিলো। ভয় পেয়ে গাধা আবারও পালালো। এবারও শেয়াল তাকে খুঁজে বের করলো। গাধা বললো, "তুমি চালাকী করছো, সে তো আমাকে মেরেই ফেলবে"। শেয়াল বললো, "আরে নাহ, তোমারই সুবিধার্থে রাজা লেজটা কেটেছেন, যাতে তুমি আরাম করে সিংহাসনে বসতে পারো। চলো আমার সাথে, দেরী হয়ে যাচ্ছে"। তার কথায় গাধা ভরসা পেলো, দুজনে সিংহের কাছে রওনা হলো।
এবার কাছে পাওয়া মাত্র যুতসই থাবা দিয়ে সিংহ গাধাকে মেরে ফেললো। আর শেয়ালকে আদেশ করলো, "Well Done, ওকে বারবার ফেরত আনতে পেরেছ। যাও এখন ওর ছাল ছাড়াও, ওর মগজ, কলিজা, ফুসফুস আর হার্ট নিয়ে আসো, ওগুলো মজা করে খাবো"।
আদেশ শিরোধার্য করে মরা গাধার ছাল ছাড়িয়ে শেয়াল তার মগজটা দ্রুত সাবাড় করে ফেললো আর কলিজা, ফুসফুস অার হার্ট বের করে রাজার সামনে হাজির করলো। মগজ না পেয়ে রাজার মেজাজ বিগড়ে গেলো, জানতে চাইলো, "ওর মগজ কোথায়?"
: "রাজা মশাই ওর মাথায় কোনও মগজ ছিলো
না" শেয়াল বললো।
: "কি বলো?"
: "জ্বী হুজুর, ওর মাথায় কোনও মগজ থাকলে
তো বারবার আপনার কাছে ফিরে আসতো
না।"
কেশড় নেড়ে বনের রাজা বললেন," হুমম, তুমি ঠিকই বলেছ।"
©® Hasan Hafizur Rahman
** ধূর্ততার কাছে সরলবিশ্বাসীরা বারবার ঠকে যায়, আর আমরা বিশ্বাসীদেরই গাধা বলি। হয়তো একটু ভালোবাসা কিংবা একটু সুখের আশায় ওরা বারবার বিশ্বাস নামের ভুলটা করতেই থাকে...
#HasanHafizurRahman
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com