প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৯:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৩, ৪:৫৭ পি.এম
সোনারগাঁয়ে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল যুবলীগ
মাজহারুল রাসেল : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কৃষকের প্রায় এক একর জমির পাকা ধান কেটে ঘরে পৌঁছে দিল যুবলীগের নেতা-কর্মীরা। রবিবার (৭মে) সকালে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের বিভিন্ন কৃষকের জমির ধান কেটে দেন তারা।
উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী কৃষকের প্রায় এক একর জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
জানা যায়, গত ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানায় কেন্দ্রীয় যুবলীগ। সেই আহ্বানে সাড়া দিয়েই সোনারগাঁও উপজেলা যুবলীগ কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দেয়।
সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু বলেন,চলতি বছরে সারাদেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও তীব্র গরম, শ্রমিক ও আর্থিক সংকট এবং কালবৈশাখী ঝড়ে জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় সারাদেশের কৃষক। তাই কৃষকদের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য বলেছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা সোনারগাঁও উপজেলা যুবলীগ আজ কৃষকদের পাঁশে দাঁড়িয়েছি। তীব্র গরম ও তপ্ত রোদের মধ্যে কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে তার ঘরে পৌঁছে দিয়েছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এক কৃষক বলেন,আমার ৩০ শতাংশ জমিতে বোরো ধানের আবাদ করেছিলাম।আর্থিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না।বিনামূল্যে যুবলীগের নেতাকর্মীরা আজ আমার জমির ধান কেটে দিয়েছে।আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
ধান কাটার কার্যক্রমে যুবলীগের বিভিন্ন ইউনিট ও ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমানে ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটির সোনারগাঁও উপজেলার সভাপতি শেখ এনামুল হক বিদ্যুৎ,সোনারগাঁও উপজেলা মৎসলীগের সভাপতি আব্দুল কাইয়ুম,ও উপজেলা যুবলীগের সহ-সম্পাদক জিয়াউল হোসেন সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com