প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও দেশে অনেক অবদান রাখছে। বর্তমান সরকার তাদের কল্যাণে বিশেষ ভুমিকা রেখেছে। কামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সংবর্ধনা প্রদান ও ১ শ ৬৫ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি একথা বলেন। মঙ্গলবার সকাল ১০ টায় স্কুল চত্বরে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ঈমান আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব হাবিবুর রহমান, বে-সরকারি উন্নয়ন সংস্থা "এম জে এফ" এর নির্বাহী পরিচালক আজাহারুল ইসলাম, সহকারি শিক্ষিকা সালমা পারভীন প্রমুখ। স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় এম জে এফ এর বাস্তবায়নে, সেন্টার ফর ডিসএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট সহযোগীতায় এবং ইউকে আইডির অর্থায়নে বিদ্যালয়ের ১ শ ৬০ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ বিতরন করা হয়। একই সাথে দেবহাটা উপজেলা পরিষদ থেকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আলহাজ্ব আব্দুল গনিকে সন্মননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, অভিভাবক মন্ডলী, সাংবাদিক, সুধী ও এম জে এফ এর কর্মী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com