ঢাকা ১ মে ২০১৯: জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সাংবাদিকদের প্রাণের দাবিতে পরিনত হয়েছে। দেশে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের যেমন: শিক্ষা সপ্তাহ, স্বাস্থ্য সপ্তাহ, কৃষি সপ্তাহ, মৎস্য সপ্তাহ, পুলিশ সপ্তাহ, পুষ্টি সপ্তাহসহ বিভিন্ন সপ্তাহ ও অগনিত দিবস রয়েছে। কিন্তু একমাত্র গণমাধ্যম অঙ্গনে কোন সপ্তাহব্যাপী কর্মসূচী নেই এবং ৩ মে বিশ^মুক্ত গণমাধ্যম দিবস বিশে^র সকল দেশে রাষ্ট্রীয় ভাবে উদযাপিত হলেও তা বাংলাদেশে ব্যতিক্রম। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঢাকা জেলা কমিটির আয়োজনে ১মে সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণমাধ্যম সপ্তাহের উদ্বোধণী অনুষ্ঠানে নেতৃবৃন্দ এ কথা বলেন।
বিএমএসএফ ঢাকা জেলা কমিটির সহ-সভাপতি মো: ওয়াহিদুজ্জামান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালী ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্জ শহীদুল ইসলাম পাইলট। সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
অন্যান্যের মধ্যে বক্তব্য সংগঠনের আইন উপদেষ্টা এ্যাড. কাওসার হোসাইন, আইন সম্পাদক এ্যাড. মোহাম্মদ আওলাদ হোসেন, সাংবাদিক নেতা মানিক লাল ঘোষ, জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব আবুল বাসার মজুমদার, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈশা, বিএমএসএফ’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, সহ-সম্পাদক এস এম জীবন, দফতর সম্পাদক পিনাকি দাস, মানবাধিকার সম্পাদক মোনালিসা মৌ, কেন্দ্রীয় সদস্য কবির নেওয়াজ, মাসুম তালুকদার, এ কে নান্নু, কেরানীগঞ্জ শাখা কমিটির সদস্যসচিব বেলায়েত হোসেন, কামরাঙ্গীচর শাখা কমিটির সমন্বয়কারী আনোয়ার হোসেন, জেলার সাধারণ সম্পাদক উজ্জল ভুইয়া, সহ-সম্পাদক আনিস মাহমুদ লিমন, হাসানূর রহমান সুমন, উপ-প্রচার সম্পাদক কৌশিক আহমেদ সোহাগ প্রমুখ।
এদিকে সপ্তাহব্যাপী আয়োজনের শেষ দিন ৭ মে ঢাকায় জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঐদিন পহেলা রমযানের কারনে ঈদউল ফিতরের পর আগামি ২২ জুন শনিবার গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ঢাকায় জাতীয় সমাবেশের ঘোষণা দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, এ বছর তৃতীয় বারের মত ১-৭ মে দেশব্যাপী উদযাপিত হচ্ছে জাতীয় গণমাধ্যম সপ্তাহ। সাংবাদিকদের এই সপ্তাহটিকে ঘিরে উদযাপিত হচ্ছে নানা অনুষ্ঠানমালা। সাংবাদিকদের অধিকার ও পেশার মর্যাদা রক্ষায় বিএমএসএফ গত দুই বছর ধরে দেশব্যাপী এই সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি করছে । এ বছর বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ২ শতাধিক শাখা কমিটি নানা আয়োজনে সপ্তাহটি উদযাপন করছে।
জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০১৯ উপলক্ষে দেশব্যাপী বর্ণাঢ্য র্যালী-সমাবেশ। এছাড়া সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ, ৩ মে বিশ^মুক্ত গণমাধ্যম দিবস, কুইজ প্রতিযোগিতা, বৃক্ষরোপনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় সমাবেশ। সপ্তাহটির আলোচনায় দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভুমিকা, অতীত ঐতিহ্য, সমস্যা, সম্ভাবনা, অধিকার ও ১৪ দাবি আদায় নিয়ে কথা বলছে।
এদিকে সপ্তাহটি উপলক্ষে রাজধানী ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদি, পাবনা, ভোলা, বরগুনা, নড়াইল, গাইবান্ধা, কক্সবাজার, সাভার, শ্রীপুর, নীলফামারী, দিনাজপুরসহ সারাদেশের জেলা উপজেলা গুলোতে র্যালী-সমাবেশ করেছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com