মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৮:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঝিকরগাছা পৌরসভার নতুন ভোটারদের শুভেচ্ছাপত্র বিলি কার্যক্রমের শুভ উদ্বোধন।

ঝিকরগাছা পৌরসভার নতুন ভোটারদের শুভেচ্ছাপত্র বিলি কার্যক্রমের শুভ উদ্বোধন।

এ,এস,এম জাফর ইকবাল (যশোর)  ঝিকরগাছা প্রতিনিধি: নবীনের ভোট নৌকায় হোক এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের নতুন ভোটারদের শুভেচ্ছাপত্র বিলি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
ঝিকরগাছা পৌরসভার ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে সোমবার বিকালে পৌর সদরের ৭নং ওয়ার্ডের পুরন্দরপুর সালাম মোড় সংলগ্ন কপোতাক্ষ নদের পাড়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোটার দিবস-২০২৩ এর বিশেষ সম্মাননা প্রাপ্ত যশোর জেলা আওয়ামীলীগের সদস্য মোস্তফা আশীষ ইসলাম। নতুন ভোটার হিসেবে স্বাগতম জানিয়ে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ স্মার্ট নাগরিক হিসেবে তথ্য ভান্ডারে সফলতার সাথে নিবন্ধিত হওয়ায় জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। নাগরিক পরিচিতিসহ ২২ধরনের সেবা প্রাপ্তিতে স্মার্ট এনআইডি কার্ড দেশে বিদেশে সহায়তা প্রদান করবে। বর্তমান সরকারের নান্দনিক উদ্যোগ স্মার্ট জাতীয়পত্র। আপনার মূলবান ভোটে বিনির্মিত হতে আগামী দিনের সুখি সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ।
পৌর সদরের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর রহিমের সভাপতিত্বে ও বিএফডিএস’র যশোর জেলার সাধারণ সম্পাদক মোঃ তবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আমিরুল ইসলাম রাজা, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ তারিকুল ইসলাম, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ইউনুছ আলী, ১,২ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শ্যামলী আক্তার, ৭,৮ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমুন নাহার, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ সহ আরো অনেকে। উল্লেখ্য, অনুষ্ঠানের মাধ্যমে নতুন ভোটারদের মাঝে শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী, শুভেচ্ছাপত্র, টি শার্ট, ক্যাপ দিয়ে বরণ করে নেওয়া হয়।
Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com